উড়ন্ত পাখির অনুভূতি {বাবা+মা=সন্তান}

লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২১:৪০ দুপুর

বৃষ্টিবেলার পুরো পরিবেশটাই চমত্‍কার থাকে।বৃষ্টির ঝাপটা হালকা হালকা বাতাস সব মিলিয়ে বেশ প্রশান্তির খেলা খেলে যেন প্রকৃতি।আমার মাথায় নতুন ভূত ঢুকেছে বললাম আব্বুকে গরু কিনতে যাব।আমাকে সাথে নিয়ে যাবা।

আব্বু বললেন ঠিক আছে।কিন্তু তুমি যাওয়ার আগেই ত গরু কেনা হয়ে যাবে।তোমার ভার্সিটি যে কবে বন্ধ হয়।

তাহলে ছাগল কিনতে নিয়ে যাবা যদি কেন আরকি।ঠিক আছে।আব্বু জবাব দিলেন।

আম্মুও বললেন গরুর হাটে যেয়ে গরু কিনবি।

আমি বললাম হু।

ভবিষ্যতে যাব কি যাব না পরের ব্যাপার কিন্তু আব্বু যে শুনেই আমার কথাটিকে পজেটিভ ভাবে নিয়েছেন সেটায় বিশাল আনন্দের ব্যাপার।অপ্রস্তুত ব্যাপারগুলো বা কথাগুলো কয়জন বাবা মা সহজভাবে মেনে নেয়

আর বাবা একটু সুযোগ পাইলেই শাসন করে সন্তানদেরকে।

বাবা মা যদি সন্তানদের সাথে একটু মিলে মিশে ভাল আচরণ করে যেতে পারে তবেই সন্তানরা পুরোপুরিই নিজেদেরকে ভার মুক্তভাবে।সন্তান

তখন বাবা মাকে সব সমস্যাগুলোই সহজভাবে শেয়ার করবে।আমি অধিকাংশ ব্যাপারই হয় আম্মু নয়ত আব্বুর সাথে শেয়ার করি।

ধরা যাক,

আব্বু কাছে যখন প্রথমবার আমার জন্য কোন বিয়ের প্রস্তাব এসেছিল তখন

আমাকেই জানান হল প্রথমেই

আমাকে ডেকে বলেছিলেন তাও আবার আজ থেকে বছর কয়েক আগে যে

"মা তোমার বিয়ের ব্যাপারে চিন্তা করছি।তোমার কোন পছন্দ অপছন্দ আছে। যদি থাকে বল।"

আমিও বলেছিলাম।এর পর থেকে মা বাবার ব্যাপারে আরও দায়িত্ববোধ বেড়ে গিয়েছিল আমার।এখন যে কোন ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবতে ভাল লাগে।আর এক্ষেত্রে ভাবনার রাজ্যে আমার চেয়ে আমার বাবা মাকে প্রাধান্য দেওয়াটাই মন বেশি সায়।

সেদিন আমার ইয়ারমেট নীলিমা বলল কবে বিয়ে করবি?

আমি বললাম

বাপ মা দিলেই করব।

এখন নীলিমা প্রশ্ন বাপ মা দেয় না কেন?

আমি বললাম আমার বাপ মার চিন্তাধারা আমার মত। ত তাই।

খুব সহজ স্বাভাবিক।

সব সন্তানদের যদি বাবা মা একইভাবে বুঝতে পারত ভাল হত।

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File