নেমেছে জলধারা

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৩৬:৩৮ সন্ধ্যা

হে বৃষ্টির

কোটি কোটি পানির ফোঁটায়

মাটির কোষে কোষে তুমি জীবনকে জাগিয়ে তোল কেমন করে

মাটি থেকে

নাই বা তা আমি জানি।

পরিস্কার ধূলো মুক্ত বাতাস এ পৃথিবী

সবুজ সবুজ বাগিচায় আঁকা

এক অপূর্ব সৃষ্টি।

হে বৃষ্টি

ধুয়ে মুছে ফেল হৃদয়ের শত কালিমা

জ্বাগিয়ে দাও আধারে আলো।

বিবেক ঘুমায় টুলু টুলু

বৃষ্টির ফোঁটা

জাগাও না ঘুম মোদের

ঘোর কেটে

ভোর হোক

আবার নতুন।

নতুন মস

(আজ বৃষ্টির সময় ওভার ব্রিজের উপর ছিল বাস

মাঝে মাঝে মনে হয় ওখানে দাড়িয়ে আকাশ দেখলে খারাপ হত না।)

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File