অব্যক্ত অনুভূতি....

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৯:৩৫ সকাল

রাস্তায় পাশে ঝাড়ু দ্বার উদাস নয়নে তাকিয়ে থাকে...

হায়!!!

ময়লা কেন বারে বারে বাতাসে ওঠে যায়,

কষ্টের ঘাম শুকাইনি এখন তার,

তবুও কাজ সব বাকী

যেন পড়ে রয়...

সকলে বলে ঝাড়ুদ্বারটি বড্ড দেয় ফাঁকি

বিষাদ হৃদয়ে ঝাড়ুদ্বায়

তাই

কষ্টই করে যায়,

শোষিত সমাজ

এমন করেই শোষণ করে

দুর্বলদের তাই।

রাস্তার ধারে মেধাবী একঝাঁক মেয়ে...

শুভ্র সাদায় ঢাকা তাদের দেহ আবরণ যে,

উদাস নয়নে ওরাও তাকিয়ে

বাসে উঠার আশা...

হঠাত্‍ যখন একটা বাসের নিশানা তারা পায়..

অমানবিক পৃথিবীর নিষ্ঠুর যুদ্ধে ধাক্কা তারা খায়..

ওদের মাঝে

যখন সবাই ঠেলে ওঠে

শুধু বাকী

হঠাত্‍ ঐ মেয়েটি

করুণ ছল ছল নয়নে ফ্যাল ফ্যাল করে

পথ পাণে চেয়ে রয় ।

জীবনে সে পাই না

সুযোগ বড়

হতাশ হৃদয়ের দুঃখভারে

মন মানে না তারও।

এ সমাজে হায়,

মানুষ আর নাই

মানুষের উপর কালো ছায়ায়

অমানুষ দেখা যায়।

[ভার্সিটির বাসে লোকাল মানুষকে উঠিয়ে একদল ভাড়া কাটছে।আমরাই হচ্ছি আমাদের দেশের উজ্জল ভবিষ্যত]

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File