মায়ায় ঢাকা মেঘ
লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:০০:১৪ বিকাল
গুরু গম্ভীর
মেঘেরা আকাশ
দ্রুত নেমে আসে
মেঘের বাতাস
ওদের সাথে সন্ধি করে
হব আকাশের বজ্রধ্বনি
যার চমকে
মরণ জালের
ফাঁদ একে যাই
এই আমি।
অঝোর ধারায় বৃষ্টি হলে
কাঁদবে গাছের পাতারা
অসহায় পাখি
ভিজে একাকার
ব্যথিত অন্তরে বেদনার
করুণ সুর।
সবুজে ভরপুর
আধারের রাত
জ্বালিয়া পুরিয়া হল ছাড়খার।
মায়াময় এক পৃথিবী
টুপটাপ বৃষ্টি
বিশ্ব ত সৃষ্টিকর্তার
অপূর্ব সৃষ্টি।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন