"বৃষ্টি বৃষ্টি দুপুর বেলা"

লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৫৫:৪৪ দুপুর

প্রাণে প্রাণে স্পন্দন

রিমঝিম জল ঝরে অবিরাম....

বালুময় কাঠ পাথরের শহর ভেদে...

শোধা মাটির ঘ্রাণ জড়ান

মৃদু মন্দ পবন বহে,

গাছ আর আকাশ থেকে বইছে ধারা প্রশান্তি একে|

দোয়েলের ডাক পেরিয়ে,

পায়রার ঝাঁক হারিয়ে,

সুরে সুর বৃষ্টি ধারা

মেঘের সাথে ছুটেছে তারা|

সতেজ যেন প্রকৃতির সাজ

শুভ্র পৃথিবীর আলোক রাজ,

যাক মুছে যাক...

গ্লানি হতাশা,

ধুয়ে যায়

মনের সব বিদ্বেষ ব্যথা|

বিন্দু বিন্দু জলের ফোটা

বৃষ্টি বৃষ্টি

দুপুরবেলা।

{নতুন মস}

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File