মায়া ঢাকা ভোর....

লিখেছেন লিখেছেন নতুন মস ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:২৩:৪৭ সকাল

মায়াবী

ভোরের আলোর সাথে

সন্ধি হল...

বহুকাল পর

দুরে মিলিয়ে যায়

সব হতাশা,

সুবহে সাদিকের

আলো এল

ঘুমের ঘোরে।

সীমাহীন আসমান থেকে

সূর্য হাসে..

নিদারুণ প্রকৃতির মাঝে

বেঁচে থাকার শক্তি খোঁজে।

টেনে জাগিয়ে দেয়

ভোরের আলো,

চলতে বলে মুক্ত পথে।

বাধাময় আটকে থাকা

স্বপ্নরা সব জেগে ওঠে।

আলোক পথ

শুভ্র ভোর....

জেগে ওঠুক

শক্ত বিবেকের প্রাণ

ওমরের মত...

কেঁপে ওঠুক জমিন

রক্তের বাণে..

তবেই না

অপরূপ

সাজে সজ্জিত হবে

রক্তচূড়ার মালেকের ভূমি।

মুক্ত পথে যাত্রা শুরু।

ভোরের আলোয়

আলোকিত হয়

আধার আলো|

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File