"ধুলোময় ছোট্ট জীবনকে ঘিরে"
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫৫:০৫ দুপুর
ধুমায়িত ধুলোয় ঢাকা রাজপথ,
কিছু বিস্মৃতি
ঐ ত শৈশব...
যাচ্ছে হারিয়ে
অচিন দ্বীপে।
মোটা ফ্রেমের চশমাটা
সেই পুরাণ কোরআনের অনুবাদ
ধুলোময় টেবিলে রাখা।
কার কার হাতের ছোঁয়া
শত বছরের পুরোণ ঘ্রাণ
পাতায় পাতায়,
বয়েছে মাটি,মানুষের ঘ্রাণময় প্রাণ।
বেলা চলে যায়
স্মৃতির পাতায়
ধুলোময় খাটেরা শূণ্য পড়ে রয়,
হারিয়ে যায়....
শৈশবের সাথী আর দিনগুলো
এলোমেলো ডায়েরীতে
কিছু কথা লেখা রয়।
ধূলো ঢাকা পৃথিবী থেকে
ওরা চলে যায়
মাটির নিচে ঘুমায় পাশাপাশি
রোজ ওরা শোনে ঘুমন্ত ধ্যানে,
সুমধুর আজানের ধ্বনি।
শাড়ি কিছু পুরোণ পাজামা পান্জাবী
শোকেজে সাজিয়ে রাখি যত্ন করে
কিছু গল্প কথাও রেখেছি জমিয়ে।
ধুমায়িত ধুলোয় ঢাকা ধূসর জগত,
অস্তিত্ব নাই...
না যায় দেখা...
না যায় ছোঁয়া ...
অনুভব বুঝিয়ে বলে
ছিল যা,
আছে তা
ইতিহাস হয়ে।
তোমরা ছিলে,
তোমরা আছ হৃদয়ে,
ধুলোময় ছোট্ট জীবনকে ঘিরে।
নতুন মস
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন