ঐ দুরে হেটে চলা....
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৫:৪৯ রাত
থমকা হাওয়া...
এলোমেলো উড়ন্ত
একরাশ চুল....
ঘনঘটা মেঘেদের
উড়ো উড়ো প্রাণ।
ছুট ছুট ঐ ত
ঝিরি ঝিরি কণারা
ছুটছে অবিরাম
হিমেল হাওয়া
মেঘগুলোও হাটছে।
ধুয়ামিত এক কাপ চা...
বারান্দায় দাড়িয়ে
হাতটি গ্রিলে
দৃষ্টি ছুটে ছুটে
ঠিক যায় বেরিয়ে...
রাতের আধার
চমকে চমকে বিদ্যুত্ চমকানো
আর বৃষ্টির হরেক রকম শব্দ মেতে উঠে
সাজায় কল্পিত নগরী যেখানে বয়ে চলে নদী আর ছোট্ট এক পাহাড় দাড়িয়ে
দুরে আকাশ গিয়েছে হারিয়ে।
এবার পাড় ধরে
শব্দহীন নুপুর পড়ে
পাহাড়ী রাস্তায় ধীরে ধীরে হেটে হেটে
চলে যাই
সীমানার রেখা সব পেরিয়ে
ঐ নীলসে কাল আকাশ ধরি
রাতের আকাশ
একদম বৃষ্টিভেজা।
তারপর
বৃষ্টি শেষ হয়
ডালপালা ছড়ানো গাছের নিচে
দাড়িয়ে পড়িই
একটু জিরিয়ে,
তবে একরাশ
শুকনো জলকণা
পাতার ফাঁকে
লুকিয়ে থাকে...
মেঘহীন পাতার বৃষ্টি...
শুকনো ফাঁকা
বৃষ্টিভেজা
জীবন দেখা
নিরিবিলি পাকা রাস্তায়
হাটতে থাকা।
আর ঐ দুরে
সাদা ছুটন্ত ঘোড়া
এরি মাঝে ছুটে চলে
স্বপ্নের সিড়ি বেয়ে
ছুঁতে চায় স্বপ্নকে
জয় করবে
পৃথিবীকে আপন শক্তি টানে।
একদিন....
(নতুন মস
চমত্কার:-)
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন