আকাশ জুড়ে শূন্যতা

লিখেছেন লিখেছেন নতুন মস ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০৭:০৬ রাত

প্রচন্ড ঝড় ওঠেছে

অভিমানী আর নীলসে আকাশের ঝর্ণার ঢল নেমেছে।

সবাই চলে যাচ্ছে

দুর দিগন্তে

শূন্যতার খোঁজে।

সব

লন্ডভন্ড করে

ওলট পালট করে দিতে

ইচ্ছে জাগে...

নতুন একটা দিগন্তের দোর খুলতে হবে

স্বপ্ন জাগে...

জীবনের নানান রং

নানান রূপ

সেই চিরচরিত জীবন

পরিবর্তন ত আসে প্রতিদিন।

প্রতিনিহিত

গম্ভীরভাবের আবার

জন্ম হচ্ছে আরেকটি দিনের...

একই ধারার

যেন পূর্বের দিনের মত

একগুয়ে বিরক্তকর

পথ চলা....

সূর্যের আলো

রশ্মি ছড়াচ্ছে

মাঝে মাঝে পৃথিবী বড় নিষ্ঠুর হয়ে

রোদেরা নিষ্ঠুর হয়,

মানুষের চিন্তাধারাও নিষ্ঠুর...

এবার

আকাশের নীল নামবে জমিনে

মনের জানালায়

শিকলবাধা করিডর দিয়ে

অনেক গভীর অন্ধাকার পথে

মনজগত্‍....

আবার নতুন করে

পথ চলা শুরু হোক.....

আকাশকে সঙ্গে নিয়ে

সমুদ্রের মতন তকতকে নীলসে রঙ্গের আকাশ।

[নতুন মস

দীর্ঘ দেড় বছর পর নতুন ধারার অফুরন্ত সময় নিয়ে নতুন আরেকটি বছর আজ

এবার পুরোপুরি বই এর জগতে ডুব দিব ভাবছি...]

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File