রাতের পৃথিবী
লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ আগস্ট, ২০১৩, ১০:০৪:৪০ রাত
আকাশ ভরা চাঁদ
গাছের ডালে উঠার
বড় আমার সাধ....
চারিধার নিঝুম নিবর
মাঝে মাঝে ঝিঁঝিঁ ডাকে
কোন আলো নেই কোথাও
তবুও মিটমিট
থোকা থোকা জোনাকির দল
কোথা থেকে এসে খেলে আলোর খেলা
আপন ভেলায় উড়ে উড়ে
আলো ছড়ায়।
চারিদিক খুব শান্ত
জন মানবহীন
খোলা প্রান্তর
মাটির শোধা ঘ্রাণ আর আকাশে উড়ন্ত মেঘ
ফিরে আসে
প্রশান্তিময়
আমার ছোট্ট বেলায় গায়।
অপেক্ষায়...
[নতুন মস
মিনা এখন তোমার কি করতে মন চায়
"আমার খালি গ্যারামে যাইতে মন চায়"]
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন