ফুরিয়ে যাচ্ছে স্মৃতিরা
লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ আগস্ট, ২০১৩, ১১:৩২:১৫ রাত
ফুরিয়ে যায় দিন
লাল অবীরের ছোঁয়া খেলে
পৃথিবী ডুব দেয়
অসীম আধারে....
আর সূর্য
সে ত ওপারের বাসিন্দা।
শহুরী রাত তিমিরে আধারে চারিধার।
কৃত্রিম সোডিয়ামের
চাকচিক্যময় আলোয়
আলোকিত হয়
আবার দুনিয়ার জীবন।
ছায়ামানবরা এখনও রাজপথে
ব্যস্ত শহর অবিরাম চলছে....
গ্রামে এখন কবরের মত নিরব সুম সাম...
আঁকাশ থেকে ঝরছে তারারা
আবার হয়ত কোথাও,
মেঘেদের
ছুঁয়ে ছূঁয়ে দেখছে
আবার কেউ কেউ।
মস্তিষ্কের একটা কোষ
ব্যাথার কুঁকড়ে
চিত্কার দিচ্ছে
কেউ শুনে না
তা ত আজ...
কন্ঠনালী শুঁকে কাঠ হচ্ছে
জীবনকে বেঁচে রাখার জন্য মরিয়া
হয়ে চেষ্টা করছে একদল...
আরেকদল ধীরে ধীরে ধ্বংস করছে জীবনকে
মরিয়া হয়ে তারাও একবার বাঁচার জন্য চেষ্টা করে....
লুকোচুরি খেলছে সূর্য আর চাঁদ
গাছেরা সঙ্গী হয়ে রয়
চিরকাল....
এভাবেই জীবন চলছে
চিরস্বাধীন আপন আত্নার বাঁধান হারা জীবন।
(নতুন মস
হঠাত্ একটা স্মৃতি উঁকি
রংপুরে তখন খুব শীত ত রংপুর শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছি দাদা আর আব্বু সাথে।পড়নে দুই তিনটা সোয়টার হবে
তবুও দাদা আর আব্বু চাদরে একটা করে অংশ আমার কান মাথাকে।যদি আমার ঠান্ডা লেগে যায়......এটায় সম্ভবত ভালবাসা।)
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন