নিষ্পাপ শিশুর মা

লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ আগস্ট, ২০১৩, ১১:৫২:৩২ রাত

চুপচাপ নিঝুম...

রাত আসে

দিন শেষে,

নীতি নিয়মের পৃথিবীতে

রোজ আসে।

শত শত নিয়ামত

চারিদিকে

হাওয়া বহে

ঝিরি ঝিরি পাতা নড়ে।

পাখি গায়

জোনাকিরা আলো আনে

নিরবে আধারের তরে।

জানে পাখি?

তাকে নিয়ে লেখা হয়

গান কবিতা

উপন্যাসের কয়েক পাতা।

উপন্যাস

তা ত বাস্তবহীন

তৈরি কোন

বাস্তবতার মরিচিকা,

স্বপ্নগাথা

জীবন কথা।

অজস্র ফুল ফুটে

ঘ্রাণ ছড়ায়

অনেক দুরে...

ফুলেরা জানে

কেন ফোটে

কে পায় তার সৌরভ?

কে রাখে তার নাম

তা নিয়ে করে গৌরব।

নিষ্পাপ শিশুটি

জ্বরে ক্লান্ত

হাসে সে নিরব হাসি

গর্বের ছলে,

একান্ত ভালবেসে

মায়েরি কোলে।

("নতুন মস"

বাসাময় অসুস্থতা ছড়িয়ে

আম্মু অসুস্থ সবচেয়ে বেশি)

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File