অগোছানো কথনমেলা-১১
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ আগস্ট, ২০১৩, ০৫:১৮:৪৫ বিকাল
বিনোদনের মাধ্যমে আধুনিকতায় নিজেকে ভাসিয়ে দেওয়া অনেক সহজ তবে ভাসিয়ে দেওয়ার ফল কি হয় তা নিত্য দিন সহ্য করা যে কি কঠিন তা আর বলার প্রয়োজন নেই।আমার নিজের মতে,
ব্যক্তিত্ব একটা ভয়ানক সৌন্দর্য আছে।কেউ চেহারা ,স্মার্ট পোশাকের মাধ্যমে, পেশার মাধ্যমে নিজ ব্যক্তিত্ব প্রকাশ করে আবার কেউ আচরণ দ্বারা ফুটিয়ে তোলেন।কেউ কথা দিয়ে কেউবা লেখা দিয়ে।তবে মজার ব্যাপার
হচ্ছে যার ব্যক্তিত্ব আপনার খুব পছন্দ হবে অজান্তেই
হৃদয়ের স্পন্দন আর অদৃশ্য কোন ছোঁয়ায় আপনার রক্তের শিরা উপশিরা দিয়ে তাই প্রবাহিত হবে এবং আপনার সমস্ত প্রেরণার উত্স হতে পারে কার একটা আচরণ। সেটাই হয়ত আমার দৃষ্টিতে ব্যক্তিত্ববান ব্যক্তি।
মানুষের বিচার বুদ্ধি নিয়ে গবেষণা করার আদৌ কোন ক্ষমতা আমার নেই এবং সেই বিচারক হওয়ার ইচ্ছেও আমার নেই।
আমার দেখা শুনা কিছু ভাল লাগা দর্শণ যা মনের ফ্রেমে আছে এরকম সেগুলোর কয়েকটিঃ
:-)
একদা এক আত্নীয় গালিগালাস ধমক দিচ্ছে ত দিচ্ছেঃ
তা শুনে ছোট্ট বালিকা(বড় আপু) ত কাঁদছে আর উত্তর দিচ্ছে
তখন তার দাদী একটা ঠাস করে চপাটাঘাত করে বলেছিলেনঃ
"তোকে না বলেছি,
বোবা হয়ে থাক। বোবাদের কোন শত্রু নাই।"
কথা অবশ্যই সত্য মাঝে মাঝে কানা এবং বধির হলে আরও ভাল ঝামেলা এড়িয়ে চলা যায় সহজে।
:-)
মেধাবী এবং বুদ্ধিমানরা জীবনের জন্য সবচেয়ে হুমকিসরূপ ব্যক্তি।
বোকা আর মূর্খরা ত কষ্টে দিলেও বেশী ক্ষতি করে নিজেরই এরা অন্যের জন্য ক্ষতিকর কম।
আমার কাছে মনে হয়ে
হুমায়ন আহমেদ কাজী আনোয়ার হোসেন স্যারের লেখা পাঠকদের যা ক্ষতি করে বাংলা সিনেমা মানুষের তত ক্ষতি করেনি।
ঠিক মেধাবীদের ভয়ানক ক্ষমতা থাকে আপনাকে তার ব্যক্তিত্ব দ্বারা ক্ষতি করার।
:-)
ধরুণ পরিচিত মূখ আর আকষর্ণীয় ব্যক্তিত্বের অধিকারী লোকদের সবাই পছন্দ করে কারণ তারা ত একটা দর্শকের দৃষ্টিতে মডেল,
ইসলামিক মনা ব্যক্তিদের কাছে ইসলামিক মনা ব্যক্তিরা হতে পারে আবার কার কাছে ভার্সিটির টিচার হতে পারে কার কাছে নায়ক নায়িকা হতে পারে।
এদের সাধারণত মানুষজন পছন্দ করে ধরুন এই ব্যক্তিরা ভুল করে কোন সাধারণ কাউকে বলে আপনাকে আমার পছন্দ হয়েছে তাহলে
ঐ সাধারণ ব্যক্তি সমাজে কালার হয়ে যাবে।
:-)
সেদিন এক ভাইয়ার বিয়ের পাত্রী খুঁজা নিয়ে আব্বু বলছিলেনঃ
"যদি একটা ছেলে খারাপ আচার আচরণের হয় তবেও কিন্তু একটা পরিবার ধ্বংস হবে না।
যদি ছেলের বউ এর আচরণ খারাপ হয় তবে পুরো পরিবার ধ্বংস হতে পারে।"
:-)
চাচা বলতেনঃ
ধরুণ ওনার সাথে বসে গান শুনছি ত এখন ব্যাখ্যা করে বলতে হবে এটা একটা ভাল দক্ষতা যদিও আয়ত্ত করা হয় নি।
:-)
আমার দাদা একটা দর্শণ হচ্ছেঃ
তিনি কোন কিছুতে অতৃপ্ত ননঃ ওনাকে ডাল দিয়ে দিলেও যা আবার মাছ মাংস দিয়ে দিলেও তা কোন কিছুতে তাকে অখুশি করা যেত না।
আর একটা গুন ভাল লাগত সমতাঃ
ছেলের বাচ্চাদের যেমন ভালবাসতেন তেমনি মেয়েদের।
(চলবে)
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন