আকাশে আজ জ্বলছে ঐশী নামক জোসনা

লিখেছেন লিখেছেন নতুন মস ২১ আগস্ট, ২০১৩, ০৫:১১:০৯ বিকাল

আমার চারিধার ঘন অন্ধাকারে ঢাকা...

জোসনাহীন আধার কালো রাত....

গ্রাস করে খেয়ে ফেলছে, আমার অনুভূতি শক্তিকে।

মাথার পিছনের ঘাড়ের শেষ সীমানায়

চিন চিন করে বিষাক্ত ব্যাথার অনুভূতি

আমার নেশাক্ত ঘুমকে হারাম করছে প্রতিনিহিত

উহু কি যে কষ্ট!!!

মা মাগো....

ঘোরে আচ্ছন্ন মন থেকে অস্পষ্ট শব্দগুচ্ছ....

তুমি কোথায়?

কেন ???

আমার পাশে নেই

একটু তাকাও

আমার দিকে তোমার

স্নেহভরা চোখ তুলে।

মাগো...

তোমার হাতের ষ্পর্শ আমার ছোট্ট হৃদয় খোঁজে।

মাগো ও মা,

আমি আর স্বপ্ন দেখতে পারিনা....

আমি টুলু টুলু

ঘোরে জগত ঝাপসা দেখে চারপাশ।

বাবার অঢেল টাকা আর ব্যস্ততা

দিয়ে কি হবে মা?

আমি ত মানুষ হলাম না ।

রূহানীর অনুভূতি

ওর বাবা মার ঘিরে কত।

আমিও বলতে চাই

গলা স্বর উচু করে

বলবই আমি...

"পৃথিবীর বুকে আজ আমার আলোর প্রদ্বীপ

ছোট্ট হৃদয়ে ভালবাসার ছোঁয়া

জাগানোর অস্ত্র...

আমার বাব্বা মাম্মা"

খোলা হাওয়া

আমারকে লাশ করে, কবর খুড়ছে ওরা মা।।

অনেক দিন পর

এক ভোর রাতে

খোলা চিঠি লিখছি

ঐশী তোমাকে....

জোসনার আলো হয়ে এলে তুমি.!.!

তোমার দেওয়া ধাক্কায়

জাগ্রত...

আমার পাশে মা...বাবার স্নেহভরা কন্ঠ আর আদরের হাত

আমার কপাল ছোঁয়াচ্ছে।

আবার আমি স্বপ্ন দেখছি বাঁচার

ফিরে ফিরে আসি আমি অন্ধকার ভঙ্গ

হৃদয়কে জাগিয়ে,

সুরভিত ছন্দে,

আলোর প্রদ্বীপে একটু একটু স্বপ্নীল দেশে যাচ্ছি....

না না

আমি কাল্পনিক জগতে নেই ।

আমি আবার আমার পৃথিবী গড়ব ভাবছি।

এখন অনেকে

তোমার আমার মত

ভঙ্গ সন্তানদের প্রতি ভালবাসা নিয়ে জেগে উঠেছে।

আমাদের মা বাবাদের হৃদয় খুলছে....

একটা অদৃশ্য

তোমার রক্তাক্ত হাত

হাতছানি দেয়

ভয়ংকর ঘুম ভেঙ্গে

জেগে ওঠে অনেকে।

ভালবাসারা উঁকি মারে

আলো হয়ে আমার

হৃদয়ের খোলা দুয়ারে।

ভাল থেকো

জাগ্রত পাখি ঐশী।

(নতুন মস

বাংলাদেশে হাজারও ঐশীর জন্ম হচ্ছে...

আসুন পজিটিভ ভালবাসার বন্ধনে জড়িয়ে তাদেরকে

আলোকিত পৃথিবীতে আনতে সাহায্যে করি)

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File