নিশ্চুপ ভাবনারা....

লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ আগস্ট, ২০১৩, ১০:১৩:২৯ রাত

হাসি মাখা মুখ...

পৃথিবীর জুড়ে সুখ-দুঃখ।

সরল-সহজ জীবনের বাঁকে

শান্ত পথ

বেশ আঁকা বাকা....

আনন্দঘন উড়ন্ত ঘুড়ির খোলাকাশ

বড় নিরাপদ...

নীলসে সাদা মেঘের সমুদ্র পেরেয়ি,

শূণ্যে ভাসমান

জীবন যুদ্ধের রণতরী

গন্তব্যের দিকে

ছুটে চলে।

তবুও তাকিয়ে দেখ

ঐ পাখিদের ছোট্ট আবেগ

আকাশ ছোঁয়ার।

প্রজাপতিরা পাখনা জুড়ে শিল্পকর্ম টানে

ঐ পাখাতে রং মাখিয়ে

স্বপ্ন স্বপ্ন খেলায় মাতে।

হাজার হাজার

জাগ্রত, নিয়ামত ভরা প্রকৃতি সাজ...

ধর্ম কর্ম মানুষভেদে

সবাই পাচ্ছি

পর্যাপ্ত আজ....

ভেদাভেদ কিসের তরে

গর্ব তোদের

নিজেকে নিয়ে।

মুখোশরূপী মানুষগুলো

মুখোশ খুলে ফেলতে কবে।

সত্‍ সাহসী

মানুষ হতে

অজান্তে আজ

ইচ্ছে জাগে।

নতুন মস

রহস্য যেখানে বেড়াজাল সেখানে

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File