অনুভব আলোকে ছুঁয়ে দিতে...
লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ আগস্ট, ২০১৩, ০৪:৩৩:০২ রাত
অলস আকাশে
বাকা চাঁদ উঁকি দেয়
মেঘেদের এক ফাঁকে।
কিছু মেঘ নেমে আসে
টুপ করে.....
খোলা প্রান্তরে
দিগন্ত শেষে
চুপ করে একাকি
বসে রয় নিরবে।
বাকা চাঁদ উঁকি দেয় অভিমানে আকাশে।
ছুটন্ত ছুটে চলা
সীমানা ঐ রেখা পেরিয়ে...
হাজারও ক্রোশ
দুর থেকে
স্বাধীনতা হাতছানি
দিয়ে ডাকে...
অনুভব
আলোকে ছুঁয়ে দিতে...
ভালবাসারা ডানা মেলে উড়ে যায়
অভিমানী আকাশে...
এক রাশ মেঘ কণা
ছুটে চলে বাতাসে।
(নতুন মস
মস হচ্ছে ব্যঙ্গের ছাতা।)
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন