স্বপ্ন দেখা চমত্‍কার হৃদয়ে

লিখেছেন লিখেছেন নতুন মস ১৪ আগস্ট, ২০১৩, ০৫:৪৯:০০ সকাল

ফুটন্ত ফুলের

শুভ্র আলো

জানালার ঐ ফোঁকর দিয়ে একটু এল...

যাক,

এই বুজি ভোর হল।

শহরের দালানগুলো

বড্ড বেশি বদ্ধ খাঁচা

বন্দি মানুষ

চারদেওয়ালের।

স্মৃতিরা তাকিয়ে রয়

দূর পাণে ...

ঐ গ্রামে..

শান্ত বাতাস,

মুক্ত আকাশ,

ঝুলন্ত মনের

উড়ন্ত ঘূড়ি...

দাড়িয়ে আছে

কল্পনাদের মায়াপূরী...

সবুজ মাঠ,

শিশির ভেজা,

মাটির শোধা গন্ধে

রাস্তাগুলো

শূণ্য ফাঁকা...

নিরব প্রকৃতির

একলা কথা,

আপন মনে স্বপ্ন দেখা।

কুয়াশা ঢাকা

শহুরী জীবন

ভেজা ভেজা

রাস্তার প্রান্তর।

দুর দিগন্তের

আধার পেরিয়ে...

মেঘ ছাড়িয়ে

ক্লান্ত সূর্য আড়মোড়া দেয়...

ওই বুঝি এল

ভোর,

চমত্‍কার....

ক্যানভাস জুড়ে

আঁকব আবার

হৃদয়ের সাদাকালো ভোর।

নতুন মস

রংপুর

""Once you make that connection to nature,

you see think in a different light,

and

once that bondis made it can never be broke,

it just grows stronger.""

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File