"১৬ কোটি সন্তানে হে এই বঙ্গ জননী... রেখেছ বাঙ্গালী করে... মানুষ করনি।" -শাহনুর বেগম
লিখেছেন লিখেছেন নতুন মস ১২ আগস্ট, ২০১৩, ০২:২২:০১ রাত
হে বঙ্গজননী...
১৬ কোটি সন্তানের মাঝে এক সন্তান আমি....
৫০৪ মাস পেরিয়েছ তুই
গুটি গুটি পায়
দেশ স্বাধীনতায়.....
জন্মিয়ে এই দেশে...
হারিয়েছি আমি নিজের মতামত
হারাচ্ছে ওরা জীবন।
নিভু নিভু
আলোর জীবন্ত হারিকেন...
রাস্তা ঘাটেই
হঠাত্
যায় বুঝি নিভে এই। নিরাপদ কই
মুসলমানদের
বল ত আমায় তুই।
ধর্ম পালন
কর্ম করন
সব মোদের আজ পাপ।
মুসলিম হয়ে
বেঁচে থাকা কি?
মুসলিম দেশে অপরাধ!!!
নামাজ রোযা
পর্দা প্রথা
সেতো মোটের ধর্মের ভিত।
মুক্তির পথ ইসলাম
না মানিস তোরা....
বাঁধা দিচ্ছে না ত কেউ
মুসলিম হয়ে
অন্তরে ইসলামী রাষ্ট্র
কেউ কায়েম যদি করে
কেন বাঁধা দিতে চাস তুই।
প্রশান্ত পৃথিবীর
প্রশান্ত নগরীর
মানুষরা তোরা
ইসলাম ধর্ম নিয়ে
করিস না
বাড়া বাড়ি।
ইসলাম ত ধর্ম নয়
এটা মুসলমানদের
জীবন গড়ার বিধান।
সঠিক পথ
দুনিয়া-আখিরাত।
<নতুন মস
রংপুর>
[১৬ কোটি সন্তানে
হে এই বঙ্গ জননী....
রেখেছ বাঙ্গালী করে... মানুষ করনি।
-শাহনুর বেগম;-(]
বিষয়: বিবিধ
২১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন