"অপরূপ স্বদেশ ভূমির নানান রং আর রূপ"

লিখেছেন লিখেছেন নতুন মস ০৮ আগস্ট, ২০১৩, ০৫:১৩:৩৭ বিকাল

ঐ দুর প্রান্তে...

যেখানে প্রশান্তিরা বেঁধে ছিল বাসা,

সেখানে শীতল মায়াবী চাঁদ আলো ছড়ায়

আজও..

বাঁশবাগানের ঐ মাথায় চিকন চিকন

বাঁশের পাতারা

মৃদু মৃদু বাতাসে দোল খেলে

দিন রাতের আলো আধারে...

গ্রামের মেঠো পথ চারিদিকে শোধা মাটির ঘ্রাণ...

আর নিরিবিলি ঐ কোণের

রহস্যঘেরা পাড় বাধা পুকুরে ঘাট...

ছম ছম ভুতড়ে পরিবেশ

ব্যঙ্গ আর পোকামাকড়ের মৃদু মৃদু ছন্দ...

রাতের জোনাকিরা

মিট মিট

চুপ চাপ আলো আধারের করে নৃত্য...

আহা.....

অপরূপ চমত্‍কার কত সুন্দর না দৃশ্য।

স্বদেশ ভূমিকে

নানান রং আর রূপে

এঁকে যাচ্ছেন

সৃষ্টিকর্তা প্রতিনিহিত।

নতুন মস

"মেঠো পথ দিয়ে চলা"

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File