খন্ড খন্ড মেঘে উড়ন্ত ঘুড়ি {এক ঢিলে তিন পাখি...}

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ আগস্ট, ২০১৩, ১২:০৩:৩০ রাত

আমি মেঘকণাদের সাথে কথা বলেছি...

রং বেরঙ্গের মেঘ দেখেছি,

নিঃশ্বাসের সাথে সাথে হৃদয়ে তাদের

ছন্দ সাজিয়ে...

মনের দেশে ছবি একেঁছি। আকাশের বেড়ায়

নানান রঙ্গের ঘুড়ি,

মেঘেদের খন্ড খন্ড

উড়ন্ত ভেলাদের বাড়ি।

দুর দেশে

হারিয়ে গেয়েছে

জলকণারা ঘ্রাণ

বৃষ্টিরা তাই

দেয় না হানা,

খোলা আকাশ,

কালো মেঘ বেমানানা।

পরিস্কার পরিচ্ছন্ন শান্ত প্রকান্ড আকাশ...

প্রতিটি অন্তরে জাগুক

উদার মনের

বিশাল পৃথিবীর খোলা দ্বার।

(কবিতা)

[[[ফ্রি মেডিটেশন ক্লাসঃ

[ধ্যান ও মেঘকণাদের মেডিটেশন] একটু আগে একটা বই পড়ছিলাম।হাসতে হাসতে চাচাকে বলছিলাম এই অংশটি আমার কাছে রহস্যময় আর চমত্‍কার মনে হয়েছে। মানুষ অধ্যাতিক ক্ষমতার প্রভাব ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে মেঘকণাদের নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করান তারপর মেঘকণাদের ধীরে ধীরে বের করে দিন ফলে মন খারাপ ভাব দুর হয়ে যাবে এবং আপনি আনন্দ অনুভব করবেন। প্রশান্তি পাবেন। আপনিও সৃজনশীল হতে পারেন তবে শুরু করুন আজি "মেঘ ও ধ্যান" :-P:-P:-P

{বি দ্রঃ কেউ এই মেডিটেশন করতে গিয়ে ধরা খেয়ে পাগল উপাধি যদি পান তবে "নতুন মস" কোন ক্রমেই দায়ি নয়।}

(পাগলদের মেডিটেশন)

ফ্রী উপদেশ 1:

অতিরিক্ত পরিশ্রম করতে করতে আপনি ভয়াবহ ক্লান্ত। কোথাও লম্বা হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো দুপাশে অথবা মুডো করে মাথার নিচে রাখুন।কোন চিন্তা ভাবনাহীন ভাবে কয়েক মিনিট বিশ্রাম নিন। কেটে যাবে ক্লান্তি।

(উপদেশ)

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File