অন্ধকার পথে যাবেন নাকি আলোর পথে [আমি বলিনি প্রধানমন্ত্রী বলেছেন]

লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ আগস্ট, ২০১৩, ০৬:০২:৫০ সকাল

মেঘের মাঝে নানান রং রঙ্গিন হচ্ছে ধীরে ধীরে

একটু একটু রঙ্গের ছোয়ায়

আলোর আলোকিত মায়ায়।

কালো ছায়ায় ঢাকা পৃথিবী জাগছে

ঐ সূর্যের আলোয় নিরবে।

আর রাজ্যের আধার এসে আঁকড়ে ধরছে চোখের পাতাদের...

আর ঐ সবুজ গাছপালারা তৈরি হচ্ছে নিজেদের খাদ্য তৈরির উদ্দেশ্যে

ওরা রোযা থাকে না তবে সর্বদা সিজদায় অবনত থাকে।তারারা চলে গেছে ওপারের রাজ্যে।ওখানে কদর রাত এখন

যা হাজার মাসের চেয়ে উত্তম।

একটা প্রজাপতি মারা গেছে গত রাতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা ওকে নিয়ে যাচ্ছে,

মৃত প্রজাপতির গমন

অদ্ভুত দৃশ্য....

দুর থেকে দেখলে মনে হচ্ছে প্রজাপতি একটু একটু হাটছে,

কিন্তু কাছে গেলেই নিথর দেহের বহন পদ্ধতি দেখা যায়।

চমত্‍কার

লাশ কবরে নিচ্ছে অনেকটা তেমনি।

বারান্দার এক কোণে কিউটিস গাছের কাঠাল পেকেছে

রোযার মাঝে কাঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়ে বিপাকে পড়েছে নাক।

মশারা রক্তের নেশায় মত্ত মানুষের রক্ত খেকো একেকটা ক্ষুদ্র প্রাণী।

বড় বিচিত্র আমাদের চারপাশের প্রকৃতি

তার চেয়ে ভয়ংকর বৈচিত্র্যময় আমাদের মন।না না প্রজাপতিটি একটু নড়ছে

মনে হয় পুরোপুরি আত্না ত্যাগ করেনি

এখনও একটু একটু বেঁচে আছে....

আমাদের চেতনাবোধ একটু একটু বেঁচে আছে বোধ হয় এখনও পরিপূর্ণ ভাবে মরেনি।

বাঁচুক পৃথিবী আলো বাতাস আর শান্তিতে।

নতুন মস

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File