অস্পষ্ট আচরণ কেন তোমার..... একটু ভাল আচরণ করতে পার না!!!

লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ আগস্ট, ২০১৩, ০২:২১:৪৮ রাত

পৃথিবীতে জীবকুলের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে মানুষ।

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ সৃষ্টির সেরা জীব।

তবে অবশ্যই সেই সৌন্দর্য কখনই শুধু চেহারার নয় কখনই নয়।

সুন্দর,বলিষ্ঠ,উন্নত আর উজ্জল চরিত্রই

যা একজন কালো, ফর্সা, খাটো, লম্বা, মোটা, চিকন যে মানুষেই হোক না কেন যদি আচরণে প্রকাশ পায় সেই ব্যক্তিই সবচেয়ে বেশি সুন্দর ও ভাল।

বর্তমান সমস্যা সস্কুল এই দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যক্তির চোখ,কান আর মুখ।

সকল ধরণের অশান্তির উত্‍স এই তিনটি।যা থেকে অনেক কষ্টের জন্ম হয় হচ্ছে।

একজন ব্যক্তি যদি মনে করেন তিনি শান্তিতে থাকতে চান এবং দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করতে চান তবে অবশ্যই তার চোখ,মুখ এবং কানের ব্যাপারে সতর্ক হতে হবে।

আপনি কার কাছে যাবেন যার সমস্যা আছে তার কাছেই ত।

বাস্তবিকভাবে যদি আপনি দেখেন

আমার মানবিক দূর্বলতা আছে তখন আপনার দ্বায়িত্ব কিন্তু আমাকে অপমানিত বা লাঞ্ছিত করা নয় অথবা

আমাকে জাহান্নামের পথে রেখে যাওয়াটাও আপনার জন্য ঈমানী দ্বায়িত্ব হবে না।

বরং উদার হৃদয় ও বিপুল হিম্মতের সাথে আমার সাথে আপনার ভাল আচরণ করতে হবে শুধুমাত্র আপনার নিজের আখেরের জন্যে হলেও আমার কথা না হয় বাদই দিলাম।

আমি অনেক সমস্যার কথা বলতেই পারি

তবে আমি বলব না।

আমি আমার জীবনে যে তিনটি সমস্যার কারণ খুব বেশি কষ্ট পেয়েছি শুধু সেই তিনটি বলবঃ

১.কু ধারণা আর সংকীর্ণমনতা এবং সন্দেহপ্রবণতা

২.বদমেজাজী বা মেজাজের ভারসাম্যহীনতা

৩.গীবত

গীবত মূলত সকলের জনক।যখন আমার একটা ভুল দেখে মহা আনন্দে গীবতের মাধ্যমে ছড়িয়ে দেয় তাহলে আমার সম্পর্কে মানুষের কুধারণা হবে।তারপর ধীরে ধীরে সন্দেহ জন্মাবে আমার প্রতি ।অতঃপর মেজাজের ভারসাম্য হারিয়ে খারাপ আচরণই ত শেষ

পরিনতি।

আর এক দল আছে যারা খুব ধার্মিক সবখানে কোরআন হাদীসের কোটেশন তুলে ধরে তর্কে লিপ্ত হয়ে নিজের বুজকে অন্যকে চাপিয়ে দিতে বাধ্য করে।ভাবখানা এমন রাতারাতি দেশকে পাল্টিয়ে ইসলামিক রাস্ট্র কায়েম করবে।

অযৌক্তিকভাবে আস্তিক আর নাস্তিক ইসলামিক মনা নিয়ে মাতামাতি করে।

আপনি কাদের কাছে ইসলামের আলো পৌছাবেন যারা ইসলাম বোঝে না তাদের কাছে নাকি যারা ইসলামিক মনা তাদের কাছে।

এক্ষেত্রে দলে দলে বিভক্ত হওয়া মোটেও ঠিক না।

অন্যের হিংসা বিদ্বেষ সমালোচনা দেখে উত্তেজিত হয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলার নাম কি ইসলাম।অন্যের সাথে তর্ক বিতর্ক ঝগড়া গালিগালাস করে নিজের মূল্যবান সময় ও মর্যাদা নষ্ট করার নাম কি ইসলাম।

বরং আমরা এই বাজে কাজগুলো করি ঐ বাজে কাজগুলোর মূল্য আল্লাহর কাছে নেই।বরং আমাদের গুনাহই হয়।

কেন ব্যক্তিগতভাবে একজন মানুষকে আমরা ঘৃণা, অবহেলা বা শত্রু মনে করব।অন্ধ আক্রোশ তার উপর খাটাব।

যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেনঃএকজন মুসলমানের দ্বায়িত্বঃতার কথা কাজ আচার আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার আচরণ মাধ্যমে ইসলামের দাওয়াত পৌছান।

তাদের ত আমরা সঠিকভাবে ইসলামের দাওয়াতই দিলাম না একজন ব্যক্তি যে নাস্তিক আস্তিক যে দলেই হোক না কেন তারা কিভাবে আমাদের শত্রু হবে বরং আমরাই ত তাদের শত্রু যে আমরা তাদের সঠিক ইসলামের দাওয়াতই দিতে পারিনি।

হয়ত আমাদের মেধার অভাব আমরাই জানিনা।

আমাকে আল্লাহ পুরো স্বাধীনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন।

আমার আমলনামা শুধু আমাকে দেওয়া হবে ।আমাকে কোন ইবাদত করতে বাধ্য করার অধিকার কাউকে আল্লাহ দেইনি।

সুতরাং এক্ষেত্রে আপনি কোন ক্রমে আমার সাথে খারাপ আচরণ করার অধিকার রাখেন না।

পরিশেষে,

আপনি যেমন আচরণ মানুষের সাথে আশা ঠিক তেমন আচরণটি করুন। রাতঃ২:২০

নতুন মস

রংপুর

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File