ছোট্ট বেলায় জোর গলায় ত বলতাম দাড়িপাল্লায় ভোট দিছি। এখন কেন নয়?
লিখেছেন লিখেছেন নতুন মস ০১ আগস্ট, ২০১৩, ০৪:৫৫:৩৫ বিকাল
রাজনৈতিক আলোচনা প্রায় মাস খানেক থেকে করাই বন্ধ করে দিয়েছিলাম।
শুধু ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না যে
যে দেশে ৭০% মানুষ ইসলামের পাঁচটি স্তরঃকালেমা, নামায,রোযা, হজ্জ, যাকাত!
পালন করার নিয়মই সঠিকভাবে জানি না সেখানে কাল ইসলামিক রাষ্ট্র হলেই সবাই ঠিক ঠিক ইসলামিক নিয়ম অনুসারে চলবে নাকি বোঝা হিসেবে নিবে সেটায় চিন্তার বিষয় আমার কাছে।
কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল এটা আমি কিছুতেই মানতে পারছি না।
জন্মের পর থেকে দেখে আসছি আমার বৃদ্ধ দাদা দাদী থেকে সবাই ভোট দিতে জেতেন। ভোটকেন্দ্রে আমিও যেতাম তাদের হাত ধরে।
কেউ যদি আমাকে প্রশ্ন করতঃ
কাকে ভোট দিছেন বাহে তোরা?
ছোট্ট বেলায় জোর গলায় বলতাম দাড়িপাল্লায়।
তখন কেন কত নির্বাচনেও আমি ভোটার হয়নি।
ভোটও দেয়া হয়নি কখন।
সবসময় চিন্তা ছিল কবে ভোটার হব আর কবে ভোট দিব "দাড়িপাল্লায়"।
কয়দিন আগে ভোটার আইডি কার্ড করলাম ভোট দিব
এবার আমি দাড়িপাল্লায় ভোট দিব।
হাসিনা এটা কি করল আমার আশা সব জলে গেল।
আমার ছোট্ট বেলার স্বপ্ন ভাঙ্গার কারণে এই সরকারকে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে অভিশাপ দিব।
হে আল্লাহ এই জামিল সরকারের আওয়ামীলীগ দলটিকে গোটা দুনিয়া থেকে নিষিদ্ধ করে দাও।
আমিন
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন