লাইলাতুল কদর ক্ষমাশীলকে আল্লাহ ভালবাসেন

লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ জুলাই, ২০১৩, ০৪:২৫:৩২ রাত

ওহে, হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত

আমরা তোমাকে খুঁজছি।

আমাদের অন্তরের পাপ অনুভূতিগুলো বড় বেলজ্জা বেহায়া মত আমাদের নৈতিক আচরণগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে,

আমাদের তুমি যে মেধা দিয়েছিলে

তাও এই পাপাচারের জন্য ধীরে ধীরে বিস্মৃতি পরিনত হচ্ছে।

আমরা আগের মত গুছিয়ে লিখতে

অন্যকে তোমার দিকে ডাকতে যে কৌশল শিখেছিলাম তাও হারিয়ে ফেলছি

সময়ের বেড়াজালে।

আমরা দুনিয়াবী মোহে আচ্ছন্ন হয়ে যাচ্ছি।

সুখের সন্ধানে আমরা ঈমানকে কোরবানী করে দিচ্ছি।

এখন শুধু একটাই ভরসা তোমার দয়া।

আল্লাহ রাব্বুল আলামিন তোমার হক আদায় সঠিকভাবে করতে পারিনি অক্ষরে অক্ষরে

আল্লাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তুমি রক্ষা কর বান্দার হকের ব্যাপারে খুব অসচেতন এই পাপিষ্ঠ আত্নাকে ক্ষমা করে দাও।

কত মিথ্যা কথা

কত চোখলখুরি

কত গীবত

কত পরনিন্দা পরচর্চা

কত হিংসা অহংকর

কত দুনিয়াবী লোভ লালসায়

কত রিয়া প্রদর্শন করে মুল্যবান সময়গুলোকে ধ্বংস করেছি করছি।

অবিচার করেছি অন্যকে প্রলুপ্ত করে।

"হে ক্ষমাশীল মহানুভব প্রভু।

হে প্রভু তুমি ক্ষমা করতে পছন্দ কর ।

আমাদের ক্ষমা করে দাও।"

তোমার দেওয়া নিয়ামত থেকে আমাদের বঞ্ছিত কর না।

আমরা কেউ লোক লজ্জার ভয় পাই না মাবুদ বরং এই লোকেরাই আমাদেরকে পাপ কর্মে নিয়োজিত হতে উষ্ণ Welcome জানায়।

এই পাপে নিয়োজিত হয়ে আমরা অন্যকে পাপ কর্মে নিয়োজিত হতে উত্‍সাহ দেই।

সব অন্যায় স্বীকার করছি ক্ষমা কর প্রভু।

হে আল্লাহ।

ভালবাসা দিয়ে মনের বন্ধ দুয়ার গুলো খুলে চাই।

ক্ষমা করে দাও।

নতুন মস

সবাই আসুন সবাইকে ক্ষমা করে দেই।

কারণ ক্ষমাশীলকে আল্লাহ ভালবাসেন।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File