মরণ ডাকে হাতছানি দিয়ে....
লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ জুলাই, ২০১৩, ০৫:১৯:২৬ সকাল
জানালায় ফাঁক দিয়ে
ধীরে ধীরে,
আঁধার পেরিয়ে
মৃদু মৃদু আলোর
ফোয়ারা ঘরে ঢুকচ্ছে,
একদম পবিত্র আলোর
ছোঁয়ার
পবিত্র দিনের
আগমন....
ভোরের পৃথিবী
বড় মায়াবী
বড় আবেগঘন
দুনিয়াবী জীবন।
ইদানিং...
কি হয়েছে আমার?
মৃতরা
খোঁজ নিচ্ছে বার বার,
হঠাত্
জানিয়ে দিচ্ছে...
অশরীর আত্নার
বিদায়ী ঘন্টার সুর...
ভোরের আলোরা
নিভে যাচ্ছে
নৈশব্দ জগতে...
চিরতরে ঘুমিয়ে পড়ার
স্বপ্ন ঘোরে।
জাগতিক পার্থিব প্রেম
মরে যাবে,
মরে যাচ্ছে প্রতিটি বন্ধনের প্রতি টান।
মরণের আকষর্ণ
'ভয়'
নাহ....
ভয়েরা এখন আঘাত হানেনি
তবে
ভাবনারা আঘাত হানছে বারংবার
মৃত্যু ত জীবনের
শেষ সুর নয়
বরং
নতুন জীবনের সুচনা
বিচিত্র ভাবনা।
নতুন মস
প্রভাতঃ৫.১৫
(ভোরে লিখতে বেশ আনন্দ
তবে হঠাত্ মনে হয় ভয়ংকর রোগে আক্রান্ত মৃত্যুরা ডাকছে
হাতছানি দিয়ে)
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন