রঙ্গিন আলোয় সুপ্ত অনুরাগ
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ জুলাই, ২০১৩, ১০:১৬:৩৫ রাত
মনের সুপ্ত হারাম অনুরাগ
ক্লান্ত দেহের
আবেগ অভিশাপ।
তিক্ত অনুভূতি
ভয়াবহ রক্তক্ষরণ
যা বর্জনে কল্যাণ,
প্রতিটি মুহূর্ত্বের হিসাব
হবে গুনে গুনে
একে একে
চলার মাঝেই
সচেতনা সত্য মিথ্যার
বিবেক খোঁজা।
হৃদয়ে দুয়ার খুলতে হবে
ডুকাতে হবে আলো,
রং বেরঙ্গের
রঙ্গিন আলোয়
জন্মিবে হৃদয়ে ভালবাসা।
বাজিবে সুর
হৃদয়ে ডুকিবে
আল্লাহর নুর,
আল্লাহর সন্তুষ্টি
ছড়িয়ে পড়বে
অন্তর থেকে অন্তরে।
তবে জেগে উঠুক
সম্ভবনা নতুন যুগ,
ভোরের আলোয় আলোকিত
হোক
প্রতিটি প্রাণ।
নতুন মস
রাতঃ১০১০
ইফতার ঘুম
সেহেরী ঘুম
(ভয়ংকর রোগ
কি যে লিখি।
লেখা শেষ করে একটা বাক্যও রি-কল করতে পাবি না।
আবার পড়ি আবার।
সমস্যা গাছে ধরে
সকলের না শুধু আমার।)
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন