স্মৃতিকাতর আমাদের বাতিঘর
লিখেছেন লিখেছেন নতুন মস ২২ জুলাই, ২০১৩, ০২:৫০:৪৫ রাত
মরা মানুষের
মৃত্যু কই?
বলছ আমায়,
তবুও
শান্ত আমি,
ক্লান্ত তুমি,
তোমার চোখের নোনা জলের সাথে
আমার কোন বন্ধন নেই,
সত্যি বলছি
চিনি না তোমায়
আবার বলছি
শান্ত আমি,
নিরব তুমি
তোমার কান্না
হাসির মাঝে
সেই স্বপ্নগুলো
কেন আজ খুঁজে না পাই
তোমার চোখে,
হতাশ হৃদয়,
পড়ে থাকা দেহ
মরা মানুষের মৃত্যু নাই
বোধহীন মানুষের
কষ্ট কোথায়।
হাসি খুশি বোধগুলো তোমার
আবার আমি দেখতে চাই।
সিঁদুর লাল চূড়ি দিয়ে
তোমার হাত ভরাতে চাই,
সেবার বই আর উপন্যাস কিনে দিব আমি
পড়বে তুমি
আপন মনে হাসবে যখন
বলব তখন পাগল তোমায়,
তোমার আনন্দেই
জগত্ হাসবে।
দুজন মিলে দেখব মোরা
উড়ন্ত পাখিদের কে
আকাশ জুড়ে
মুক্ত ডানায়
স্বাধীন পৃথিবীতে
স্বাধীন আমরা।
ছুটবো মোরা
বাতিঘরকে আবার জাগাবো,
নতুন আশায়
দারিদ্র শিশুদের পাশে দাড়াব
নিজ চেতনায়
শিক্ষার আলোয় আলোকিত সমাজ গড়ব।
দেখ তুমি
থেমে থেকো না
জেগে ওঠ
আর কত ঘুম
ঘুমাবে বল।
নতুন মস
এটা একটা স্মৃতিকাতর কাব্য বানানোর বৃত্তা চেষ্টা চালালাম।আমাদের গ্রামে তৈরি মৃত বাতিঘরকে নিয়ে।
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন