খুঁজবো সওয়াব
লিখেছেন লিখেছেন নতুন মস ২১ জুলাই, ২০১৩, ০২:৩২:৪২ দুপুর
রমযান এসে গেল
আমাদের কাছে
ভেবে নিতে হবে তাই
কাজ যা যা আছে।
রহমত বরকত
নাজাতের মাস
আমাদের নসিবে
থাকে যেন পাশ।
তাকওয়া খোদাভীতি
রমযানে হয়
আমাদের মনে হোক
আল্লাহর ভয়।
রমযানে রোযা রাখা
নির্দেশ তাই
আমরাও এই কথা
মোটে ভুলি নাই।
ইফতার সেহেরী
ইবাদত সব
মুসলিম হয়ে মনে
জাগে গৌরব।
মারামারি ঝগড়া
হিংসা ফাসাদ
রোযা রেখে ওয়াদা
সব দেব পুরোপুরি বাদ।
সারা মাস জুড়ে শুধু
খুঁজবো সওয়াব
বিনিময়ে পেয়ে যাব
তাঁর কাছে মাফ।
ছেড়ে দিতে হবে সব
মন্দ কথা
না হলে যে রোযা রাখা
হবে অযথা।
আল্লাহর কাছে শুধু
একটা নিয়ামত চাই
বিচারের পরে যেন
জান্নাত পাই।
আমিনুল ইসলাম
নতুন মসের
ফুপাজি
যিনি অসাধারণ একজন লেখক।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন