নেই চাওয়া পাওয়ার কোন সীমারেখা

লিখেছেন লিখেছেন নতুন মস ২১ জুলাই, ২০১৩, ০১:০৬:২১ রাত

খুব মনোযোগ দিয়ে

খাটের নিচে ধুলো বালির মধ্যে জিনিসপত্র গাটাগাটি করছি।

তখন দেখি

আম্মু ধমক দিচ্ছেন

কি করিস?

একটা মুছকি হাসি দিয়ে বলি,

বই বের করি।

পরীক্ষা ত তাই।

পড়াশুনা সবসময় টিনের চালে রাখতেই আনন্দ আমার।

মাঝে মাঝে ধূলো ঝেরে পড়তেই আনন্দ।

কি করমু আর মা

বলে ফেলি?

একটা সেমিস্টার শেষ হবার দীর্ঘ দুই মাস পেরিয়ে যাবার পর ধুলাময় বই বের করছি।

তাও কি সাধে?

এই রোযা রমযান মাসে ম্যাডাম মিডটার্ম নিবেন ত।

"অস্বাভাবিক মনোবিঞ্জান"

বইটি খুব কষ্ট করে বের করলাম।

ধুলোবালি আর একরাশ অনীহা নিয়ে।

কয়েকটি সেমিস্টার পার হয়ে গেছে সেটাই ভাবতে আমার কাছে অস্বাভাবিক লাগে আজকাল।

কি অদ্ভুত?

ঝোঁক আর ঘোরের মত এত দ্রুত সময় গুলো পেরিয়ে যাচ্ছে তা ভাবতেই অবাক বিস্ময়ে আমি

তাকিয়ে অঝোর ধারার বৃষ্টি দেখি

কি নিরব সত্য ঘটনা তাই চিন্তা করি।

নারিকেলের গাছের একটি বিশাল ডাল

প্রতিটি আলাদা আলাদা পাতা থেকে টপ টপ বৃষ্টি ফোঁটা দেখা দৃশ্যপট যেন চোখে ভেসে ওঠে

কত সুন্দর সত্য।

এত উদাস কেন জীবনবোধ গুলো?

কোন চিন্তা নেই।

নেই চাওয়া পাওয়ার কোন সীমারেখা ।

বাসার প্রতিটি সদস্যের

কত

না বলা অভিযোগ

ভাবে প্রকাশ করে

কেউ মুখে বলে না।

শুধু আট মাসের "ইসরা" ছাড়া।আলাদা মনোযোগ দিয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে

ভাব খানা

"মোবাইল ছাড়া আমার চলেই না"

হাতে না পেলেই শত অভিযোগ তার সাথে যোগ দেয় বিশেষ ভাব।

আজ রাস্তা দিয়ে হাটতে হাটতে চাঁদ দেখে মনে হল তারও একটা ভাব আছে

আছে নানান অভিযোগ।

আমি যেমন নাই কাজে ব্যস্ত থাকি

আশ্চার্য ব্যাপার গোটা প্রকৃতিকেই আমার কাছে খুব ব্যস্ত মনে হয়।

তারাও ব্যস্ত নিজ নিজ জগত নিয়ে।

হঠাত্‍ পড়তে পড়তে একটা উক্তি ভাল লাগল।

সত্যি বলতে আমার কাছে কেন যেন এমনটায় মনে হয়।

["চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।"

রণদীপম বসু]

নতুন মস

রাতঃ১.০০

রাতের রহমতের ফেরেস্তারা নেমেছে,

"আমি চাই

প্রশান্তিতে ঢাকা পৃথিবী।"

বিষয়: বিবিধ

১৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File