১৩টি বকুল ফুল হাতের মুঠোই

লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ জুলাই, ২০১৩, ১১:২৯:৩৭ রাত

রমযান মাস।

বছরের ১২ মাসের মধ্যে আমার কাছে এই মাসটি এক প্রশান্তি ঢাকা মাস।কেমন যেন চোখের পলকে শেষ হয়ে যায়।

আলহামদুলিল্লাহ,

জীবনে এই প্রথম তারাবীহ নামায জামায়াতের সাথে পড়ার সুযোগ পেলাম সরাসরি মেয়েদের জামায়াতে মসজিদের ইমাম পড়ান(আগেও পড়েছি তবে সেটা বাসায় আব্বু পড়াতেন আর আমরা পড়তাম)।

এই দশ দিনে চমত্‍কার এক অনুভূতি আর অভিঞ্জতা সাথে অতিক্রম করলাম।

আজ নামায শেষে হুজুর নাম ধরে ধরে মিলাদ করছিলেন

আমি চলে আসলাম

প্রায় প্রতিদিন দীর্ঘ মোনাজাত করেন।আমার এই অংশটি মোটেও ভাল লাগে না।বড়লোকদের বাড়িতে টাকা দিয়ে হুজুর ঢেকে দোয়া করার পদ্ধতিটি বড় বেমানান আমার কাছে।

আমি আমার মত রাস্তা ঘাটে একদম নিজের গড়া পদ্ধাতিতে আল্লাহকে ডাকবে প্রয়োজনে বা বিনা প্রয়োজনে।

শত শত গরিব দুঃখী অসহায় মানুষদের ত এভাবে দোয়া চাওয়া জন্য ইমাম রাখা সম্ভব না।

এক রাশ বিরক্তি নিয়ে রাস্তায় নামলাম।এক সমুদ্র হিমেল হাওয়া আমাকে জানিয়ে দিল বিরক্তি হটাও।

একটু সামনে বকুল গাছ।গাছের ঠিক নিজে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বকু ফুলগুলো বাধ্য করল এই রাতে রাস্তার ধারে বসে কুড়ালে।

কে বলে পৃথিবীতে সব প্রশান্তি অঢেল সম্পত্তিতে আর অনেক বন্ধুতে

আমার ত ফুল কুড়াতেই ভাল লাগল।

নতুন মস

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File