ভ্রান্তির স্বপ্নীল জগত
লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ জুলাই, ২০১৩, ১২:০৫:৪৯ রাত
লগ্ন পৃথিবীর
দুরন্ত দ্বার
সত্য মিথ্যার
ভ্রান্তির বেড়াজালে
শুধু হাহাকার।।
চেতনা শূন্য
নগ্ন মায়ায়
বন্দি সবাই
বদ্ধ জলাশয়।
আত্নশুদ্ধি
আত্নগঠনের
মাস চলছে..
কিছু শিখছি।
হয়ত শিখা
হয়নি কিছুই
অলসতা আর ঘোরের ছলনায় ।
কেটে যায় সময়
সন্ধ্যা আর রাত,
পড়ে রয় কত কাজ
পড়ে রয়
সীমাহীন পথ চলার
স্বপ্নীল সাজ,
দিগন্তের শেষ সীমায়
আকাশ ছোঁয়ার
তীব্র আকাঙ্খা
জেগে ওঠে অন্তরে।
ছুতেই হবে
হয়ত কাল
নয়ত কালের পরে কাল
বিকালের শেষভাগের
একদিন
সেই পবিত্র মুহুর্ত্বে।
নতুন মস
মুলত লিখতে চেয়েছিলাম ভোর বেলা
কিন্তু বিকাল শেষভাগ বেশি গুরুত্বপূর্ণ কেন যেন মনে হয়।
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন