বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এবং আমার অনুভূতি
লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ জুলাই, ২০১৩, ০৪:৪১:০৭ বিকাল
আজ ১৫ জুলাই।আজ একটি স্বরণীয় দিন।১৯৭৮ সালে ১৫ জুলাই বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নামক এক আলোকিত প্রতিষ্ঠানের জন্ম।
আমার সাথে পরিচয় এই দলটি ২০০২ সাল থেকে।
সাংগঠনিক পরিবার বাবা মা চান প্রোগ্রামে বসি আমরাও বসে পড়া।
ছোট বয়সে বেশি আকর্ষণ ছিল আপুদের সেই চমত্কার ব্যবহার আর কিছু চমত্কার গল্প শোনার ঝোঁক।
ধীরে ধীরে যখন TC বা TS অংশ গ্রহণ করতাম তখনের প্রতিটি অনুভূতি ছিল আমার কাছে আনন্দের আর শিক্ষণের।
স্কুল কলেজ জীবনের বয়ঃসন্ধিকালে সময়টি এত মজবুত একটা আদর্শবাহী দলের সংস্পর্শ পেয়েছি পরবর্তীতে ভয়ানক উগ্র পরিবেশে এসে কেন যেন ঐ আদর্শ পুরোপুরি বিসর্জণ দেওয়ার আগেই সর্তক বার্তা আমাকে আটকে ধরে।
ঢাকার এসে ভার্সিটিতে ভর্তি হই।
সম্পূর্ণ আধুনিক পরিবেশ KFC BFC মৌ মৌ ঘ্রাণ ভরা ভিকারুনন্নেশা স্কুলে অভিজাত মেয়েদের পল্লী বেলিবোড়ে থাকা।
সারা রাত ধরে আমার পাশে থাকা ক্লাস সেভেন আর ভার্সিটি পড়ুয়া কাজিনরা প্রেমের জলে হাবুডুবু খাচ্ছে।আমি দেখছি সদ্য ভার্সিটিতে ওঠা আবেগী তরুণী একজন।
কত আনন্দ হাসি তামাশা ঢাকা রং রেরঙ্গের ঢাকা।সেই কবে ফেসবুক আর ব্লগ জগতে ঢুকে পড়া।
তবে ফুঁচকার আটটি পিজ সহ এক ব্লেট ফঁচকা যেমন ২০টাকা ছিল।আমি দেখতাম ওদের প্রেম ফুঁচকার প্লেটের মত।প্লেট শেষ প্রেমও শেষ আরেকটা ধরত।
বেশ অবাক হতাম।
যেহেতু পুরোপুরি স্বাধীন এখন আমি কোন জবাবদীহীতা নেই।ভার্সিটি কখন যাচ্ছি
কি করছি
বাবা মা তো মনিটরিং করার কোন সুযোগই নেই।
সে আত্নীয় বাসায় থাকি সেই আত্নীয় ত নিজের সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত।
আমার দিকে আর কি খেয়াল দিবে।
তবে কি আর বলল ছাত্রীসংস্থার মাধ্যমে পাওয়া আলোকিত ঐ কোরআন হাদীসের উপদেশগুলো আমাকে ছেড়ে দেইনি এক মুহুর্ত্বের জন্য।কোন অতল গহ্বরে সারাজীবনের জন্য নিজেকে নিজ হাতে ধ্বংস করতে দেইনি।
হঠাত্ আমি যদি ছড়িয়ে ছিটিয়ে থাকা গর্তে পড়ে যাই ।
গর্ত থেকে উঠতে হলে যেমন নিজের একটা চেষ্টা দরকার তেমনি একটা উপর থেকে একটি শক্ত হাত দরকার।
ছাত্রীসংস্থার আপুদের শক্ত হাত মনে হয় আমার কাছে থাকত সর্বদা।
অপকটে যখন নিজের ভুল ত্রুটি গুলো বলে ফেলি তখন
তারা ধৈর্য সহকারে আমাকে সত্য পথটিতে যাওয়ার জন্য উত্সাহ প্রদান করত।
আর সঠিক উপদেশ দিতে থাকত বার বার।
আমার ভিতরের কালিমাকে দুর করার জন্য তাদের আলোকিত হৃদয়গুলো আমার সামনে তুলে ধরত।আমি তাদের ভালবাসতাম।
আসলে বাবা মা আমাকে জন্ম দিয়ে লালন পালন করেছেন ।
তবে আমার বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আমার দেখা মতে হাজার হাজার আদর্শ নারীর জন্ম দিয়েছে এবং দিচ্ছে।
সংগঠন একটা কথা বলেঃ তুমি সংগঠনে থাক বা না থাক সংগঠনের কোন লাভ বা ক্ষতি নেই।
এটা মুলত তোমার জন্য তোমাকে সাজিয়ে তোলার পুরস্কার বলত পার।
কথাটি সত্য।
আমি ছিটকে পড়লে। আমার মূল্যবোধ ছিটকে পড়বে। আমি খারাপ হয়ে যাব।
ভালবাসারা ডানা মেলে উড়ে যায় আকাশে।
আমার হৃদয়ে তোমার ছোয়া
আমার বিবেককে আটকে রাখে।
নতুন মস
বিষয়: বিবিধ
৪০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন