অগোছানো কিছু কথা

লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ জুলাই, ২০১৩, ০১:৫৩:৪৩ দুপুর

মানুষ বড়ই বৈচিত্রময়প্রাণী।

এটা কি রচনার নাম?

না ত।

তাহলে?

উক্তি।

কার উক্তি।

বইয়ের থেকে পাওয়া উক্তি।

কোন বই থেকে পাইছ?

মগজের বই থেকে পাইছি।

মগজের বই কি?

জানি না।

উপরের এই কাল্পনিক কথপকথন আবির্ভাব কারণটা হচ্ছে।

হাজার হাজার স্ট্যাটাস যেহেতু হাজার হাজার ফেন্ড।

অনেকেই ভয়ানক রাজনীতিবিদ(আমার মত স্ট্যাটাসু রাজনীতিবিদ)কাজের কাজ জিরো।

অনেকেই সরকার শাহবাগকে গালি দিয়ে{পশুর নাম ধরে}ঐ সব ব্যক্তি নামাজ পড়ে।

কিন্তু

কখনই প্রকৃতপক্ষে নামাজি নয়।কারণ

যে নামাজি নিজেদের অশ্লীল কাজ আর কথা থেকে বিরত রাখতে পারে না তারা

ইসলামিক মনা হতে পারে তবে মুসলমান নয়।

ব্যক্তিগত জীবনের চলার পথের সত্য কথা বলতে মানুষ অপছন্দ করে।

নিজের সন্মানের কথা চিন্তা করে অথবা রিয়ার ভয়ে।

কিন্তু রাজনৈতিক বক্তিতা গুলোকে বর্তমানে রিয়া মনে হয়।(রিয়া অর্থ লোক দেখানো কাজ যা আল্লাহ অপছন্দ করেন।)

কিন্তু আমার মতে আপনি কুরআন হাদীস পড়ে লিখছেন

অন্যকে উপদেশ দিচ্ছেন কিন্তু আসলে আপনি কি তার উপর বিশ্বাস স্থাপন করেছেন

বাস্তবিক জীবনে কিভাবে আপনি ইসলামকে চরিত্রে ফুটিয়ে তুলেছেন

তাই হয়ত সত্যের সাক্ষ্য।

এটা রিয়া নয়।

এটায় প্রকৃত পক্ষে ইসলামের দাওয়াত।

২০০৮ সাল থেকে ফেবু ব্যবহার করি।আগে সামু ব্লগে ছিলাম তারপর সোনার বাংলা

এখন বিডি টুডেতে

সরবের লিখকরা ভাল লেখেন।

অনেক লেখক অনেকে ভাল লেখেন।

সবখানে উঁকি দিয়ে একটু আকটু পড়তে ভাল লাগে।

কত বিচিত্র জীবন কত রহস্যে ঘেরা কত মানুষের গল্প কথা।

আগের চেয়ে অনেক বাস্তবধর্মী চিন্তা চেতনায় ডুকে গেছে মানুষ।

এখন সবাই পড়ে।

পূর্বে ন্যায় আবেগের ঢেউয়ে কেউই নারী পুরুষের প্রেমে হাবুডুবু খায় না।

অনন্ত যারা ইসলামিক মনা নিজেদের ভাবে তাদের কথা বলছি।

সত্যি ঘটনাগুলোর ভুল ত্রুটির উপস্থাপন করা উচিত।

কাল আব্বু বলছিলেন কত ৪০ বছরে জামায়াত নিজে একটা হরতাল ডাকার সাহস পেত না।

এখন শিবির হরতাল ডাকলে সেটায় কার্যকারী হয়ে যায়।এত জনপ্রিয়তা গত চারটা বছরে বেড়েছে গিয়েছে।অনেক শহীদ আর যুলুম নির্যাতন বাস্তবিকভাবে তাদের ঈমানকে বৃদ্ধি করছে।

সকলের জীবনের ছোট খাট রহস্যে ডাকা গল্প কথা ঘটনা দিয়েই ইসলামিক দাওয়াত প্রচার করতে পারে।কিন্তু করে না মুলত সবাই রাজনীতিবিদ হতে চায় কেউ সাধারণ মানুষ থাকতে চায় না।

মানুষ কেন যেন মানুষের জীবনধর্মী ঘটনাকে খুব ভালবাসে

(ব্যক্তিগত আমি ভালবাসি)ধরুন

গীবত হারাম কবিরাহ গুনাহ বই কত বার পড়েছি তবে যারা আমরা পড়ি তারাই আবার গীবত করি

এটায় পৃথিবীর নিয়ম।

যারা নীতি বাক্য বেশি বলে তারাই দুর্ণীতি বেশি করে।যেমনঃআইন বিভাগ।

অনেক রাজনৈতিক আলোচনা যেমন দরকার আছে তেমনি

অনেক না হোক একটা একটা জীবন থেকে শিক্ষণীয় ঘটনাও প্রচার করার দরকার আছে।

অধিকাংশ সাধারণ মানুষ রাজনীতি করে বছরে একবার ভোটের সময়

কিন্তু জীবন ত প্রতিদিন চলে বা চলছে

এক্ষেত্রে ত জীবনের গল্প বেশি গুরুত্বপূর্ণ রাজনীতির চেয়েও।

বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File