ভাবনা ডানা মেলে

লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ জুন, ২০১৩, ০৭:০৮:২৭ সন্ধ্যা

বারান্দার ফোকরে

এক কোণে

চড়ুই পাখি

বাসা বেঁধেছে

কে জানে কবে

মাঝে মাঝে

পাখির পালক

ছড়িয়ে ছিটিয়ে থাকে বারান্দায়

সেই ভোরবেলা কিচির মিচির করে

বেরিয়ে পড়ে

সন্ধ্যাবেলায় ঘরে ফিরবে বলে

টিপটিপ টুপটাপ

বৃষ্টি ঝরছে ত ঝরছে

পাখিগুলো কি ঘরে ফিরেছে

ঝড় বৃষ্টি বাদলে

তাদের আহার কি সেরেছে

হয়তবা

কে ভাবে কার কথা

পাখির কথা ভাবার সময় কই ব্যস্ত নগরীতে

রাত দিনের ভেদাভেদ

আপনের কথায় আপনরা ভাবে না।

পরের কথা ভাবার

সময় অপচয় ছাড়া কিছুই না।

শেখানে পাখিরা ত ভাবা ছোয়ার বাইরে।

আমি পাখিদের কথা শুনি

আর বৃষ্টির ফোঁটা গুনি

প্রকৃতি তখন গুনগুনিয়ে

শোনায় আমায় আজানের প্রতিধ্বনি।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File