পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে রঙ্গিন পরিচয়

লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৬:১৯ সন্ধ্যা

(আল্লাহর নামে শুরু করছি)

গোটা বিশ্ব পরিমন্ডল অবশ্যই আল্লাহরাব্বুল আলামিনের।

ঠিক আছে মানলাম

এ দেশটা মুসলমানের না।

ধরলাম দেশটা

একজন প্রধানমন্ত্রীর

একজন রাষ্ট্রপতির

কয়েকজন মন্ত্রী

কয়েকশ সংসদ সদস্য

কয়েক হাজার বিজিবি ,আর্মি।

কয়েক লক্ষ পুলিশ,র্যাব,সরকারী কর্মকতা চালাচ্ছে

কিন্তু কথা হচ্ছে কয়েক কোটি মানুষের জীবনের কোন নিশ্চয়তা আছে কি এদেশে?

আচ্ছা আজ

শহীদ রুহানী ভাই

শহীদ আবিদ ভাই

শহীদ ইমরান ভাই

প্রত্যেকে জামাত শিবিরের কর্মী

সুতরাং তারা মানুষ নয়।তাদের দিন দুপুরে মিডিয়ার সামনে

কি দোষে???

পিটায়ে আর গুলি

করে হত্যা করা হল।

হাসিনা ত একজন মা তার পর এই দেশের প্রধানমন্ত্রী।

কিভাবে এই ২৫ বছরের সন্তানগুলোর জীবিত মা বাবা ভাই বোন

এই যে কঠিন পরীক্ষা তা মেনে নিবে ধৈয্য সহকারে।

রাষ্ট্র প্রধানের দায়িত্ব কিনা দেশের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।

তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো কি মানুষ নয় এদেশের নাগরিক নয়?

কিন্তু

কেন এই ২৫ বছরের স্বপ্নমাখা যুবকদের কাফনের কাপড় পড়ে যেতে হচ্ছে দূর উর্ধ্ব আকাশে ।

অবশ্যই আল্লাহ

হুকুমের বাইরে কোন ঘটনাই সংঘটিত হয় না।

কিন্তু আমি সাধারণ জনগণকে জিঞ্জাস করতে চাই

আসলকে এই যুবকগুলো কোন অপরাধে অপরাধি???

আমিও শিবির জামায়াতের লোক দেখেছি তিলে তিলে বড় হয়েছি তাদের সহচার্যে।

খুব নিকট থেকে দেখা কিছু বৈশিষ্ট বলীঃ

১.নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ নিষ্ঠার সাথে পড়ার ব্যাপারে তাদেরকে আমি সর্তক থাকতে দেখেছি।

কোরআন আর হাদীস পাঠ তাদের যেন নিত্য সঙ্গী।

২.সুদ খেতে আমি তাদের দেখিনি ।

৩.মা বাবা প্রতি তাদের যেমন শ্রদ্ধা আর গভীর ভালবাসাবোধ আমি নিজেই অবাক হয়ে যাই।

৪.মেয়েদের সাথে তারা আল্লাহর ভয়ে পর্দা করে।

৫.সন্তানদের অধিকার সে মেয়ে হোক ছেলে হোক একই রূপ দেখায়।

৬.আমি এদের প্রতি সাধারন জনগণের সন্মান আর ভালবাসা দেখেছি।

৭.সহপাঠিদের সন্মান ও শিক্ষকদের শ্রদ্ধা করতে দেখেছি তাদের।

৮.আমি শিক্ষক হিসেবে কয়েকজনকে পেয়েছি তারা একনিষ্ঠ ও ভদ্র ।

৯.তাদেরকে আল্লাহর হক ও বান্দাহর হকের ব্যাপারে যথেষ্ট ঞ্জান সম্পূর্ণ দেখেছি আমি।

১০.তারা আল্লাহর প্রতি জান ও মাল দিয়ে জিহাদ করছে শধু মাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য।

১১.আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তাদের আরেকটা গুণ।

১২.তারা সবসময় যিকিররত ও শেষ রাতে তাহাজ্জুতে আল্লাহকে ডাকতে ভালবাসে।

অবশ্যই তারা এই দেশ বাংলাদেশের নাগরিক।

অবশ্যই তারা আল্লাহর বান্দা।

যেহেতু তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য স্বৈরাচারী শাসকদের মিথ্যা অপবাদের বিরূদ্ধে আন্দোলনরত।

সুতরাং তারা যদি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় নিহিত হয়।

কেন আমরা তাদের শহীদ বলতে পারব না।তারা শহীদ তারা শহীদ।আল্লাহ ওনাদের শাহাদাতবরণ কবুল করুন।

আমিন

সন্ধ্যাঃ৭.২০

রংপুর

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File