ক্লান্তি নিমে আসে আধারের বেশে
লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ জুন, ২০১৩, ০৭:০৪:৩৬ সন্ধ্যা
ক্লান্তিরা হানা দেয়
ঐ শহরে...
মেঘেরা জমা হয়
সন্ধ্যার আকাশে...
দিন শেষে
সূর্য হাসে
চুপি চুপি
চলে যাবে বলে...
অন্তিম লালিমায়
হারায়।
সন্ধ্যার আকাশ
হাজার রঙ্গে সাজে...
প্রকৃতিতে রজনীগন্ধা
ঘ্রাণ ছড়ায়....
মায়ের কোলে
বায়নার সুরে
ক্লান্ত শিশু
কেঁদে কেঁদে ঘুমায়।
দিন শেষ হয়
ক্লান্তি নিমে আসে
আধারের বেশে
আমাদের এই শহরে।
নতুন মস
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন