পথে ঘাটের জীবন কথা
লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ জুন, ২০১৩, ০৪:০৫:৫৭ বিকাল
বাসে উঠেই যিনি পাশে বসেন তার সাথে গল্প করতে বেশ মজা লাগে আমার।
একদিন দার্শনিক
আরেক দিন কাপড় ব্যবসায়ী
একদিন উকিল।
সেদিন এক মধ্য বয়স্ক এক মহিলার সাথে গল্প জমিয়ে উঠল।গায়ে বেশ পুরোণ কাপড় চোপড় কিন্তু মহিলা বেশ বড়লোক এই রূপ পোশাকের কারণটি পড়ে বুঝলাম।
আমিঃকোথায় এসেছেন?
খালাম্মাঃহাজতে হাজিরা দিতে?
আমিঃকেউ জেলে আছে নাকি?
খালাম্মাঃনা আমার বড় পোলার নামে কেস আসে হেরে সাথে লইয়া হাজিরা দিতে আসছি?
আমিঃকিসের কেস।কে করেছে?
খালাম্মাঃনারী ও শিশু নির্যাতন কেস?বড় বউ করছে?
আমিঃকেন বউকে ধরে মেরে ছিলেন নাকি?
খালাম্মাঃ.....অনেক গালিগালাস করে বলল বরিশালের লোহা পাড়ার মাইয়া আমাগো রিক্সার গ্যারেজে দুই বার আগুন লাগে দিছে?
আমিঃআল্লাহ তাহলে ত আপনাদের সব রিক্সা পুড়ে গেছে।
খালাম্মাঃনা তার আগে মানুষজন টের পাইছে পুড়ে নাই।
আমিঃওনি(বউ) কোথায় এখন?কত বছরে সংসার ?সন্তান নেই?আপনার বাড়ি কোথায়?
খালাম্মাঃপালাইছে কোন পোলার লগে কে জানে?....মহিলার করত তলে তলে লাইন(পরকীয়া) ছিল।১৬বছরের সংসার দুইটি বাচ্চা আছে।
পিরোজপুর।
আমিঃবাচ্চাগুলো এখন কার কাছে আছে।
খালাম্মাঃঐ ত এ কারণে কেস করছে।বাচ্চা দুটিকে নিয়ে গেছে।
খালাম্মাঃপোলা মানুষ একা থাকতে পারে।এই ঘরে একটা বাচ্চা আছে।ছয় বছর ধরে কেস চালাচ্ছি।প্রতি ছয় মাস পর পর পাঁচশত টাকা লাগে।উকিল হইছে কেস উঠাতে সাহায্য করবে।
এই খালাম্মা দুই ছেলে বিদেশ থাকে বড় মেয়ে বলেছে।কোন ক্রমে বুঝতে পারে না যেন টাকা ওয়ালা তাই পুরোন পোশাক পড়ার রহস্য।আমিঃহু আমি একটু রহস্যের ঘ্রাণ পেলুম!!! আপনার ছেলের কি বিয়ে হয়েছে।কত বছর থেকে কেস চালাচ্ছেন?
আমার মত হচ্ছেঃমহিলার ছেলের বউকে নিয়ে যা তা বকেছে আসলে ঐ বউটি আমার কাছে মনে হয়েছে খারাপ না।কারণ ১৬বছর ধরে সংসার করেছে বাচ্চা দুটো বড়।যখন মহিলা অন্যায় দেখতে দেখতে অতিষ্ঠ হয়েছে তখন প্রতিবাদ করেছে।এরপর ফলে মহিলাকে বের করে দিয়েছে কিন্তু বাচ্চাগুলোকে দেইনি।বাচ্চাদের পাওয়ার আশায় কেস করেছেন।বাচ্চা দুটি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পালিয়ে আছেন যাতে এনারা বাচ্চাদেরকে নিতে না পারে।এমন কি ঐ মহিলা কোটে আসে না ভয়ে।বাচ্চা হারানোর ভয়ে।
এই হচ্ছে মা ভালবাসা।
নতুন মস
পথে পথে আমার ভাষার মানুষের সাথে থাকতে বেশ ভাল লাগে।
আমার বিদেশ ভাল লাগে না।
বি দ্রঃ এরূপ রাস্তা ঘাটে মানুষের সাথে কথা বলতে গেলে দু এক বার অপ্রস্তুত হতে হয়।সরাসরি অপমান করতে পারে।তাতে কি সবাই ত এক রূপ নয়।
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন