নীল অপরাজিতা
লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ জুন, ২০১৩, ০৪:৪৮:৫১ বিকাল
চুপি চুপি আকাশের নীল
নেমে এল
মাটির পৃথিবীতে
টুপ করে
ঝুপ মেরে
বসে পড়ল
অপরাজিতার ছলে....
লতানো লতানো
সবুজের মাঝে
ঠিক যেন নেমে
এল আকাশের এক টুকর নীল
সাদা মেঘের ফাঁকে ফাঁকে
ফুটে ওঠা অপরাজিতার
নীল নীল ফুল।
বিষয়: বিবিধ
১৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন