শেষ বিকালবেলার আবেগ
লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ মে, ২০১৩, ০৭:০৭:০২ সন্ধ্যা
শেষ বিকালবেলার
হিমেল হাওয়া...
সারল্য অনুভূতিগুলো
প্রকৃতির রূপ দেখে
বারংবার মুগ্ধ হয়.....
রঙ্গিন ক্যানভাসে
বাঁধানো পৃথিবী.....
সাদা কালো আলোর
সাথে যুদ্ধ যেন
ধীরে ধীরে কালচে
ঘোলাটে প্রকৃতি রূপ,
মনে হয়...
মিশমিশে কালো রং এর
তুলির আঁচড় পড়েছে
পৃথিবীর বুকে....
শিল্পের রঙ্গিন জগতকে
ম্লান করে
আধার নামে অবশেষে....
আজানের সুরে সুরে
আল্লাহ স্বরণে
অসাধারন সৌন্দর্যে ঢাকা পৃথিবীর
বুকে রাত নামে।
মিশে যায়
পাতার সবুজ...
আপেক্ষিক পৃথিবীতে
ক্ষণিকের বেঁচে থাকা
শেষ মেশ
এক পশলা বৃষ্টি ঝড়ে
প্রকৃতি শান্ত হয়।।
নতুন মস
সন্ধ্যাঃ৭.০০
জানালা বারান্দা
তারপর পর গ্রীল
কয়েকটি বিল্ডিং এর ফাঁক দিকে
এক ঝলক আকাশ দেখা।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন