আশার আলোর নিশানা
লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ মে, ২০১৩, ০৪:৫০:৪৭ রাত
মৃদু মৃদু খোলা প্রান্তরের ঢেউ ছড়ানো বাতাস
দূর
বহু দুর
গন্তব্যের
পাড়ি দিতে হবে চুড়া
এক ঝিলিক
আশার আলো
কোন এক কাঠের সাথে হয়ত ঝুলানো
কাঁচের দেয়ালে বাধানো
ছোট ছুটি আগুনকে আটকানো হারিকেন
বাতাসে প্রকটে দুলছে
তেল স্বল্পতা
হয়ত বাতাসের
প্রকট বাড়ছে
একটু একটু করে
তবু জ্বলছে।
তবুও ঐ সংগ্রামী পথিকদের পথের সন্ধান দিতে মৃদু মৃদু স্বপ্নের
ঐ আলো টুকু জ্বলছে।
রাত ঘনিয়ে
আধার ঘনীয়ে
চারিদিক যেন মিশমিশে কালো
ঐ আলো টুকু
শেষ ভরসা।
থমথমে নিঃশব্দ প্রকৃতি
হঠাত্
বিলালের সুমধুর কন্ঠে আল্লাহ স্বরণে
সিজদাহনত হওয়ার ডাক
ঐ আলোকে জাগিয়ে রাখছে
এক অল্প
খুব ক্ষণিকের জন্য অপেক্ষা
পাখির কন্ঠে তোমার গুনাগান ভেসে আসছে
ঠিক দেখ
সুবহে সাদিকের পর
আলো ছড়িয়ে ভোর
হবে।
নতূন মস
ভোরের রাতঃ৪:৪৪
বুধবার
ইনশা আল্লাহ
ইসলামের বিজয় আসবে
ঐ ত দুরে আশার আলো নিশানা।
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন