শিক্ষা নাকি জাতির মেরুদন্ড
লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ মে, ২০১৩, ০৪:৪৮:৫৬ বিকাল
সমাজ আজ বড্ড পাগল
চাইছে তারা ধরতে শিকল।
স্বাধীন পাখির উড়ন্ত পাখা
খাঁচার ভিতর বন্দি আটা।
ঐ কিশোরী মেধাবী মাথা
কেন বিয়ের কষ্টাঘাতে আটকে রাখা।
ওকে আটকানো ঘর বাধতে
কিন্তু ওর পড়াশুনা কেন আটকে দেওয়া।
সংসার কি সব নারীর দ্বারে
শিক্ষা অর্জনের স্বাধীন স্বপ্নগুলো আজ
কেন চার দেওয়ালে
মেয়েদের স্বাধীনতা আজ
বাধা ছেলেদের তালা চাবিতে
মিথ্যা স্বপ্ন দেখতে আজ সত্যি আমাদের আজ বিবেকে বাঁধে।
সমাজ নিয়মনীতি গুলো কেন তৈরি
মানুষের মনগড়া
নতুন নতুন
বিচিত্র সব নিয়মে।
নতুন মস
একদিন স্যার(ভিশন20...)
বলেছিলেন যে গোটা বাংলাদেশে ১% ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।
আমার ব্যাচমেট মেধাবী একটা মেয়ে নাসরিন রেজাল্ট বরাবরই ভাল কিন্তু মেয়েটার হঠাত্
বিয়ে
হয়ে যায়।ছেলে সরকারী চাকুরীজীবি
দেখ তুমি পড়াশুনা কর কোন বাধা দেওয়া হবে না (কিন্তু বর্তমানে ওর ক্লাস করা বন্ধ কারণ মেয়েকে ত শাশুড়ি বাড়ি তাদের হক আদায় করার জন্য থাকতে হচ্ছে যদিও তার হাজবেন্ড অন্যথ চাকুরির জন্য থাকেন)
ও নাকি শুধু সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবে যেহেতু সেমিস্টার সিস্টেম ওর পাশ মার্ক তুলতেই কষ্ট হবে শুধু ফাইনাল পরীক্ষা দিলে।কিন্তু ও ক্লাসে সবচেয়ে ভাল ছাত্রী ছিল।যেহেতু ও ঐ জীবনটা মেনে নিয়েছে সুতরাং তা ভেবে আমার কোন কাজ নেই।
ওর সিটটি যদি দরিদ্র মেধাবী কোন ছেলের কপালে থাকত তবে এক পরিবার একটা সমাজ একটি দেশ কিছু একটা পেত।তাতে কি ভার্সিটিতে পড়ে এটি ত মেয়েদের বিয়ের একটা ভাল সার্টিফিকেট তারপর অতি শিক্ষিত হওয়া তেমন একটা জরুরী নয় একটা মেয়ের
সন্তান সঠিকভাবে লালনপালন করবে হাজবেন্ডের সেবা শাশুড়ির সেবা করবে।ব্যস এত ত সংসার সুখের হবে।
প্রশ্নটি ঠিক এই পয়েন্টে "আমার সংসার সুখের হবে"।
কথা হচ্ছে যে নারীটিই অসুখী সে কি সত্যি একটা সুখের সংসার তৈরি করতে পারবে।
কত শত অনার্স মাস্টাস করা মেয়ে ঘরে পড়ে আছে সংসার করছে।আমার ছোট্ট অভিঞ্জতা যতটুকু দেখলাম
এই ঘরে পড়ে থাকা নারাটি হয় হিন্দি সিরিয়ালের মত জীবনকে সিরিয়ালের মত সাজাচ্ছে নয়ত
হাজবেন্ড যদি মনের মত না হয় তবে পরকীয়া লিপ্ত হচ্ছে।
কারণ মানুষ এমন এক অদ্ভুত প্রাণী হয়ত তার হাত পা সব বাধা কিন্তু তার মন তার আত্না সবসময় কর্মরত রয়েছে।আপনি তাকে ভাল কাজ দিলে সন্মানিত মন ভাল কাজ করবে যদি আপনি তাকে কোন কাজের মধ্যে না রাখেন তবে অবশ্যই তার মন মত কাজ তিনি বেঁচে নিবেন হয়ত এ কারণে সমাজগুলোতে এত ভাঙ্গন এত অশান্তি।
সর্বশেষ একটা সত্যি কথা বলি একমাত্র ইসলাম ধর্ম সঠিকভাবে পালনকারী নারী অথবা পুরুষ আল্লাহর স্বরণে অন্তরকে কর্মে ব্যস্ত রাখে ফলে তাদের কোন অবস্থাতেই মন মানুসিকতা খারাপ হয় না আমি যাদের দেখেছি তাদের স্বরণে বললাম।
(এসব চিন্তাধারা আমার সুতরাং আমি আমার মত বর্ণনা করেছি সুতরাং আপনার পছন্দ না হলে দয়া করে তর্কে লিপ্ত হবেন না।)
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন