ঘুমন্ত চোখে জাগ্রত মা....

লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ মে, ২০১৩, ০৩:৫৯:৩৪ রাত

ঐ দূর গ্রামের প্রান্তর থেকে

হঠাত্‍ যেন

ঝিঝি পোকাদের মেলা

বসে

এই প্রাণহীন শহরে...

ইটের ফাঁকের কোণ থেকে

চিচিংইইই...

শব্দের সুরের সাথে

তাল মিলিয়ে

অঅঅমাঅঅঅ নানান অক্ষরের

শব্দহীন অর্থহীন ভাবহীন

তবু মন কাড়া

কচি শিশুটির বাবলিং

সুরছন্দ মিশে যায়

প্রকৃতি....

কত প্রাণীই ত ডাকে।

গভীর রাতে

এরি মাঝে

রাত কেটে যায়

শত মায়েদের

ঘুমন্ত চোখে

জাগ্রত রাত....

করুন সুর

অবুঝ শিশুর

ক্ষণিকের কান্না

যেন মায়েরা কষ্ট

মানতে রাজি

হাসি মুখে।

তবু শিশুর কান্না

মেনে নিবে না

কোন মায়ের হৃদয়

কোন এক মুহুর্ত্বে।

ক্লান্তি চলে এলে

শিশুটি টলে পড়ে

বালিশে

মায়ের পায়ে তরে

কাত হয়ে

এক পাশ

মা ঘুমায়...

নিশ্চিন্তে অবশেষে।

নতুন মস

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File