মানুষ চেনা দ্বায়

লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ মে, ২০১৩, ০৪:৪২:৪৬ বিকাল

ছিন্ন ছিন্ন ছন্ন ছাড়া

আবেগ জড়ানো

বিকেল বেলা

অগোছানো ঘর

অগোছানো বাড়ি

অগোছানো পৃথিবীতে

মিথ্যা জলাভূমি

সত্য মিথ্যার বিভেদ

নিয়ে

ভাবছি আজ দিবা রাত্রী।

ওরা একা পথ চলে কেন

বাবা মা বেঁচে থেকেও অনেক দূরে।

পৃথিবী কি নতুন ওদের কাছে

নাকি প্রতিটি দিনই নতুন ওদের কাছে।

ওরা কি ভালবাসাদের খোঁজে?

নাকি কঠিন পৃথিবী স্বপ্নের ডানারা উঁকি মারে।

ওদের ত ইচ্ছে জাগে সহজ পৃথিবীতে

সহজ করে সাজাতে?

কিন্তু ওরা কি জানে আল্লাহর পথে চলার মধ্যে আনন্দ আছে

তাও কি কেউ বলেছে ওদের?

আমি তোদেরকে বলছি রে ভাই

কোরআনের পথে আয়

কখন একা হবি না

নাই না হয়

মা বাবা

নাই হয়ত পৃথিবীতে তোদের কেউ

কিন্তু সৃষ্টিকর্তাকে আঁকড়ে ধর

প্রশান্তি পাবি।

নতুন মস

৪.৩০

২৩/৫/১৩

আমার দুটি কাজিন আছে ওদের মা বাবা বেঁচে থেকেও

নেই ওদের কাছে

ওদের স্বরণে।

[মুলত যে বাবা মারা পরস্পরকের স্বার্থে তালাক দিয়ে দুরে সরে যায় তাদের সন্তানদের জন্য শূন্য পৃথিবীটায় শুধু থাকে]

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File