শূন্য আবেগেরা ঝরে পড়ে শুকনো পাতার মত
লিখেছেন লিখেছেন নতুন মস ২২ মে, ২০১৩, ০৭:৪৭:৪০ সন্ধ্যা
আজানের সুর
ভেসে আসে
দুর থেকে বহু দুর....
নেই সবুজ মাঠ
পুকুরে ঘাট....
নীল আকাশ নেই
হারিয়ে গেছে অচিন পাখির ডাক।
ইট কাঠ পাথরে
শুন্য আবেগে
ছড়িয়ে থাকে
শুকনো পাতারা
বড় গাছটির নিচে....
মসজিদের উপরে
ছাদে দাড়িয়ে
বকুল ফুল পারা হয়নি
বহু কাল
মসজিদের সিড়ি বাধা ঘাটে বসে
বর্শি দিয়ে তেলাপিয়া মাছ ধরা হয়নি
অনেক দিন।
কাল কাল দোমরা আর ডাউয়া ফলের স্বাদ
এখন শুধু গাছে ঝুলে থাকে
ছন্দনের খয়ারি লালাদে
বীজগুলো
সংগ্রহ করে করি খেলা হয় না আর
কামরাঙ্গার ডালে বসে একা একা কথা বলা
আর পাতা নিয়ে খেলার
ছলে পালিয়ে থাকা
হয় না আর
বৃষ্টির ফোঁটাকে কলার পাতা ঢেকে ছুট দেওয়া হয় না আর।
নিরিহ অবুঝ পাখিরা
ভিজেই সার।
আর হতভাগা আমি
আমার ঐ স্মৃতিগুলোকে
কেন যেন আঁকড়ে ধরেই
রাখতে চাই।
ফাতেমা শাহরিন
সন্ধ্যাঃ৭.৩০
বুধবার
বৃষ্টিবেলা
২২/৫/১৩
["বৃষ্টিতে পাখিরা ভিজেও আনন্দ পায়"
কতদিন ধরে দুটি কবর ডাকে আমায় ]
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন