শাহাদাতবরণ করতে চাই
লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ জানুয়ারি, ২০১৩, ০৪:১২:২১ বিকাল
উত্তাল রাস্তায়
উত্তাল ঢেউ
উত্তাল মিছিলে
উত্তাল শপথে
উত্তাল কেউ ।
শাহাদাত শাহাদাত
প্রতিধ্বনি ওঠে
চারিদিক
রক্ত
সাগরের সাথে।
শহীদের রক্ত
বৃথা যাবে না
সত্য স্বপ্ন
থেমে রবে না।
আজ কাঁদে মা তার
আঁচলে মুখ
এই ছেলের সত্যিই
ছিল কি খুট।
গর্ভের সন্তানকে
মা হারিয়ে
বুক ফাঁটা
বেদনার নীল সাগরে।
ফোঁটা ফোঁটা নোলা জল
ঢেউ এনে দেয়
আল্লাহ রাস্তার শক্তি বাড়ায়।
কোরআন ও হাদীসে
জীবন গড়ছে যারা
শহীদি মৃত্যুই তাদের
মন থেকে চাওয়া।
শাহাদাত স্বপ্নে
নিজেকে সাজাও
আখিরাতে মুক্তি
সহজে পাও।
[বি দ্রঃ আজ এক ভাই শাহাদাত বরণ করেছেন।আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন।তার মা, বাবা, ভাই ,বোন ও আত্নীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ।আমিন]
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন