স্বপ্নঘুড়ি
লিখেছেন লিখেছেন নতুন মস ১৪ মে, ২০১৩, ০৬:০৩:২৯ সন্ধ্যা
কৃষ্ণচূড়া,
তোমার প্রতিটি ডাল লালসাদাটে ফুল
ফুলছড়ির মেলা বসায়
ভ্রমর খেলা করে
পাখিরা গান ধরে
গুন গুন গান
মৃদু মৃদু ছন্দ
আর মিষ্টি মধুর টান।
এই ত
ক'দিন আগেও
ছিলে
এই ভুবনকে
রঙ্গিন করে।
এখন দেখি
ঝিরিঝিরি সবুজ পাতাদের ফাঁকে ফাঁকে
উঁকি দাও আপন মনে
হারিয়ে যাবার পূর্বক্ষণে।
পৃথিবী থেকে
হারিয়ে যায়
ঐ ত ওরাও।
তুমিও হারিয়ে যাবে
ভুবনকে রংহীন করে।।
নতুন মস
বিকালঃ৬.০৫
গাছের মগটালে উঠে
তুরতুরি আম পেরে খাওয়া স্বপ্ন দেখি ছোট্ট বেলার মত এখন
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন