রক্তাক্ত বাংলাদেশ
লিখেছেন লিখেছেন নতুন মস ১২ মে, ২০১৩, ০২:১৩:৫৮ দুপুর
নির্বিচারে খুন কর,
ওকে ধর
ওর লাশ গুম কর,
রক্ত ফেনার
চিহ্নগুলো ধুয়ে মুছে
ছাপ কর|
ওকে ধর,
কেন ঈমান নিয়ে বাঁচবে ও,
আল্লাহ আল্লাহ ডাকবে
ও,
ওকে ধর
আর জবাই কর|
ঘরের কোণায়...
পুকুর ধারে...
শাপলার ঐ বিশাল চত্বরে
শুট কর
গুলি করে খুলি
উড়িয়ে দাও,
লাশ হয়ে
লালে লাল করে
রাস্তা ভেজাও।
মা যদি কাঁদে
কাঁদুক না
তাতে কি?
তুমি ত আর
মুক্তিযোদ্ধা নও।
আহ!
দেখেছিলাম
ঐ ত সেদিন
হরর মুভিতে
ঐ ডাইনীর,
একটা করে
লাশের রক্ত প্রতিদিন লাগে|
ভয়ে!!!
গায়ে লোমখাড়া হত জান@
এই ফেব্রয়ারী
হতে
আজ অবোধী জান
একটা দিনও শুরু হয় না লাশ ছাড়া
সব হুজরদের লাশ.....
হৃদয়ের কোটরে মায়া
নামক জাল ছিড়ে ছুটে এখন ওখানে অবস্থান ধর্মঘট করছে পিশাচরা|
আরও রক্ত লাগবে
বঙ্গোপসাগর
কানায় কানায় পূর্ণ হতে ঢের বাকী....
লাশ রক্ত
আর আহতের আর্তনাদ
আকাশ কাঁপানো আর্তনাদ
যখন ছড়িয়ে পড়ে....
আজকাল বেশ লাগে
স্বাভাবিক মৃত্যুর আশা করার ইচ্ছে কখনই জাগে না
ইচ্ছে জাগে আকাশ পাণে পাখির মত ডানা মেলে পরীর মত উড়ে বেড়াতে
তারার দেশে স্বপ্ন সাজিতে
তুমি বেঁচে থাকলে ত পারবে না
তাই জিহাদ করে শহীদ হয়ে যাও
তোমাকে ত আর আমলনামা বাম হাতে নেওয়ার ভয় থাকবে না
তুমিই জিতেছ
সত্যি খুব জিতেছ।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন