৫ তারিখ ঢাকা অবরোধ

লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ মে, ২০১৩, ০৬:২৯:২৪ সকাল

আলোর ভেলায় ভাসিয়ে দিলাম

মনের শত কালো

স্নিগ্দ্ধ ভোরের আলো...

'নারায়েন তাকবীর

আল্লাহ আকবার'

ঐ ত ৫ই মে

হেফাজতের ডাক এল।।

মা বোনেরা জায়নামাজে, বাবা ভাইয়েরা মাঠে,

অনেকে আজ

নিয়্যাত নিয়েছে

সেহেরী করবে রাতে।।

নফল নামাজ

নফল রোযা

আল্লাহর দুয়ারে

মাথানত করে

সিজদাহ অবরোধ থাকে।

হার মানবেনা কেউ

রক্ত দেখে

জুলুম দেখে

জুলুমকারীর ভয়ে

পিছু না হটে

এগিয়ে গিয়েছে

হৃদয়ে ইসলামের

নুর জাগিয়ে

জোয়ার উঠেছে শহীদি তামান্না

ডাক এসেছে

জিহাদের মাঠে

হেফাজত হেফাজত

১৩ দাবীর সাথে

ইসলাম জেগেছে

ঘর দোর মাঠে মাঠে।

'নারায়েন তাকবীর

আল্লাহ আকবার'

ধ্বনিতে

আকাশ কেঁপেছে

বাতাস কেঁপেছে

কেঁপেছে নাস্তিকে হৃদয় কেঁপেছে

জেগেছে আস্তিকের

হৃদয় জেগেছে।

হেফাজতে ইসলামের

আহ্বানে।

নতুন মস

ভোরঃ৬.২৮

খুব সকালে পাখির কন্ঠে যার গুনাগান রটে....

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File