অনেক প্রশ্নের উত্তর খুঁজছি
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ মে, ২০১৩, ১২:৪৭:৩২ রাত
নিঃশব্দে হেটে যাওয়া
নিঃশব্দে অন্তরে দাবী দাওয়া নিয়ে বিশাল রাস্তা পাড়ি দেওয়া
হাজার হাজার ভাবনার ছড়াছড়ি
ভাবনা গুলোকে গুড় গুড় করে গিলে খাওয়ার ইচ্ছে জাগা
একটাই দেশ
একটাই জীবন
একটাই রাষ্ট্র
কেন আমি ইসলামে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারছিনা?
'বেঁচে থাকার জন্য অক্সিজেন পর্যাপ্ত প্রয়োজন'
কে অক্সিজেন সরবারহ করছে আমাদের কে?
পর্যাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান কোথায় যেখানে সৃষ্টিকর্তা সম্পর্কে জানব আমরা?
আমি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোরআনের নিয়মিত তাফসীর হতে দেখি নি।
কেন ইসলামের কথা কোরআন পড়া হাদীস পড়ার জন্য খোলা ময়দানে দাড়িয়ে সব মুসলমান বোনদের বলতে পারার পরিবেশ নাই?
কেন একটা মুসলিম দেশে কোরআন, হাদীস, ইসলামিক
বই বহন করা
ঘরে রাখা বিপদজনক?
কেন এগুলো আমাদের কাছে থাকলে আমরা সন্ত্রাসী?
আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না তবু যতটুকু বুঝি বিয়ে পূর্বে প্রেম ভালবাসা
একে অপরের সাথে দেখা সাক্ষাত্ করা হারাম।
আমার আসে পাশে হাতে গনণা ব্যক্তি ছাড়া সবাইকে প্রেম করে বিয়ে করতে দেখেছি।
হঠাত্ কোন ব্যক্তির সাথে আমার চিন্তা ধারা গুলো মিলে গেলে মনে হয় যে তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতেই পারি
কেন?
হয়ত বয়সের দোষ বলবেন অথবা নৈতিকতার অবক্ষয় বলে ঠেলে দিবেন সমাজ থেকে।
কারণ হালাল ত কোন সহজ পদ্ধতিটি আপনাদের জানা নেই ঠেলে দেওয়া বা বিচ্ছিন্ন করা ছাড়া।
আমি বলল যথার্থ ইসলামিক পরিবেশ না থাকার প্রভাব এটি।
যে সমাজে বিয়ে করা কঠিন হয়ে যায় সেখান ব্যভিচার প্রসার পায়।
আজ বিয়ে বাড়িতে গিয়েছিলাম কমপক্ষে লাখ পাঁচেক খরচ করা হয়েছে।
কেন এত টাকা খরচ করতে হবে বিয়ে করতে গেলে?
কেন মানুষ বিয়ে করাকে ভয় পায় বরং গাল ফেন্ড রাখাকে নিরাপদ মনে করে?
কেন অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার প্রয়োজন হয় যেখানে হাজার হাজার মানুষ ফুটপাতে পড়ে থাকে।
কেন যুব সমাজ গার্ল ফেন্ড তৈরি করে পার্কে পার্কে পতিতালয় তৈরি করে?
কেন বলা হয় তোমার বয়ফেন্ড না থাকা সমাজের কাছে অবাক প্রশ্ন কর বিষয়।
কারণ একটাই
কোন ইসলামিক সঠিক ঞ্জান নেই।
এত এত টাকা নষ্ট করে বিয়েকে কঠিন করে ফেলা কি ঠিক?
যেখানে ইসলাম বলে প্রেম নয় বরং বিয়ে করা উচিত।
সেই ক্লাস ওয়ান থেকে মাস্টারস পর্যন্ত ক্যারিয়ার তৈরি করার ঞ্জান অর্জন করছি এর পিছনেই ছুটছি ত ছুটছি।
এর পাশাপাশি যদি কোরআন হাদীসের সঠিক ঞ্জান আমাদের দেওয়া হত কত সুন্দর হত আমাদের জীবনটা।
কোরআন হাদীসের পুরো পুরি বাইরের জগতের শিক্ষা ব্যবস্থা একজন ব্যক্তিকে শেখান হলে কি করে এই বোধ থাকবে তার "যে আমি প্রেম করি এটা হারাম"।
কেন স্পষ্ট সঠিক ইসলামিক ঞ্জান দেওয়ার জন্য কোন মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না।
অনেক প্রশ্ন অনেক।।।
মুসলমান হিসেবে ১৩টি দাবী শুধু হেফাজত ইসলামের দাবী নয় প্রত্যেক মুসলমানের দাবী।
যা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হলেই অনেক অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
ইনশা আল্লাহ
নতুন মস
আসুন ভালবেসে হেফাজতের দাবীর পাশে থাকি।
আল্লাহু আকবার
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন