জোসনা ঢাকা গ্রাম

লিখেছেন লিখেছেন নতুন মস ০১ মে, ২০১৩, ০৮:৩৪:৪২ রাত

আনমনা সূর্য,

দূরে যায়

নদীর সীমানা পেরিয়ে ওপারের গায়

গুটি গুটি

সন্ধ্যার মায়ায়।

সবুজের সমারোহ

কালো ছায়ায়

ছেয়ে যায়।

উড়ু উড়ু পাখিসব

ধীরে ধীরে

নিড়ে ফেরে।

নিশির অন্তহীন টানে

জোনাকিরা আলো ছড়ায়,

ঝিঝি পোকার

সুর ছন্দে

গ্রামের রাত জেগে রয়।

অজানা ঠিকানায়

প্রকৃতির এই

আবেশের মাঝে

হেটে হেটে

চলা তাই।

আম,জাম,কাঠাল

গাছ আর মাটির ঘ্রাণ।

দখিনা বাতাসের আকর্ষণে

আমি বারে বারে

ফিরে আসি

এই গ্রাম বাংলায়।

নতুন মস

রাতঃ৮:১৮

(আমি বাংলায় গান গাই..

:-O

ভুয়া কথা)

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File